দিল্লিতে অমিত শাহ-র ডাকা ‘ক্যাব’ বৈঠক বয়কট কংগ্ৰেসের

দিল্লিতে অমিত শাহ-র ডাকা ‘ক্যাব’ বৈঠক বয়কট কংগ্ৰেসের

নয়াদিল্লিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল(ক্যাব)নিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ শনিবার নয়াদিল্লিতে যে বৈঠক ডেকেছেন,কংগ্ৰেস তা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বিলটির বিরুদ্ধে প্ৰতিবাদের ঝড় ওঠার পরিপ্ৰেক্ষিতে এনিয়ে বিভিন্ন দল,সংগঠনের সঙ্গে আলোচনার জন্যই স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ এই বৈঠকের ডাক দেন। রাজনৈতিক দলের প্ৰতিনিধি,ছাত্ৰ নেতারা সহ বিভিন্ন দাবিদারদের এই বৈঠকে অংশ নিতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। আসাম হাউসের গোপীনাথ বরদলৈ মার্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ত্ৰিপুরা ও মিজোরামের সঙ্গে প্ৰথম দুদফার বৈঠক অনুষ্ঠিত হয় শুক্ৰবার রাতেই। অসম,অরুণাচল প্ৰদেশ,মেঘালয় এবং নাগাল্যান্ডের সঙ্গে পরবর্তী বৈঠকগুলো অনুষ্ঠিত হবে-জানিয়েছে সূত্ৰটি।

‘আমরা এই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছি,কারণ এই বৈঠক ছলনা ছাড়া আর কিছুই নয়। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে ক্যাব আনার পরিকল্পনা সরকার আগে থেকেই ঠিক করে রেখেছে’-বলেন অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির(এপিসিসি)সভাপতি রিপুন বরা।

এই বিলটি উত্তর পূর্বাঞ্চলের মানুষের স্বার্থের পরিপন্থী বলে অভিহিত করে বরা বলেন,‘ক্যাব অসম চুক্তির মূল বৈশিষ্ট্যরও বিরোধী। এই বিল শুধু উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় মানুষের অস্তিত্ব বিপদের মুখে ঠেলে দেবে না,মানুষের মৌলিক অধিকারের ওপরও আঘাত হানবে’। উত্তর পূর্বাঞ্চলের সমস্ত সাংসদরা ক্যাবের বিরোধিতা করে সংসদ ভবন চত্বরে বিক্ষোভও প্ৰদর্শন করেছেন।

দিল্লি গেল অগপ দলঃ অসম গণ পরিষদ(অগপ)দলের সভাপতি অতুল বরার নেতৃত্বে একটি দল ইতিমধ্যেই দিল্লি পাড়ি দিয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)নিয়ে শনিবার স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর বৈঠকে যোগ দেবে অগপ দলটি। শুক্ৰবার দিল্লি রওনা হওয়ার প্ৰাক্কালে ক্যাব নিয়ে এক বৈঠকে আলোচনা করেছে অগপ বিধান পরিষদীয় দল। বিধায়িনী দলের বৈঠকের পর অগপ বিধায়ক সত্যব্ৰত কলিতা এখানে প্ৰচার মাধ্যমকে বলেছেন,‘গত লোকসভা নির্বাচনের আগে বিজেপি আমাদের আশ্বাস দিয়েছিল আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই ক্যাব আনা হবে। এখন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ আলোচনার জন্য আমাদের আমন্ত্ৰণ জানিয়েছেন। আমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি যাচ্ছি’।

অন্যদিকে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ও অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা ইতিমধ্যেই নতুন দিল্লিতে গিয়েছেন। এই ইস্যু নিয়ে আলোচনার জন্য অন্যান্য বেশকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে দিল্লিতে আমন্ত্ৰণ জানিয়েছেন শাহ।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch | ‘Sankardev Theatre’ engaged in fraudulent practices! Alleged Artistes in Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com