সংবাদ শিরোনাম

মত বিরোধ গণতন্ত্ৰের নির্যাস,কিন্তু রাষ্ট্ৰের বিরুদ্ধে বলা যাবে নাঃ এম ভেঙ্কাইয়া নাইডু

Sentinel Digital Desk

পানাজিঃ মতবিরোধ হচ্ছে গণতন্ত্ৰের নির্যাস,তাই বলে রাষ্ট্ৰের বিরুদ্ধে কাউকে বলার অনুমতি দেওয়া যায় না। উপরাষ্ট্ৰপতি এম ভেঙ্কাইয়া নাইডু সোমবার একথা বলেন। তিনি বলেন,ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কাউকে নাক গলাতে ভারত কখনোই অনুমতি দেবে না।

গোয়া বিশ্ববিদ্যালয়ের ৩২তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন নাইডু। উপরাষ্ট্ৰপতি আরও বলেন,দুর্নীতি গণতন্ত্ৰের আদর্শকে নষ্ট করছে। এই অশুভ প্ৰবণতা ঠেকাতে আরও কিছু পদক্ষেপ গ্ৰহণের প্ৰয়োজন রয়েছে।

‘কেউ কেউ আলোচনা করে থাকেন যে মতবিরোধকে কোনও আমল দেওয়াই উচিত নয়। মত বিরোধ থাকবে না এটা কি কখনো হয়-কে বলেছে এটা? মতবিরোধ হচ্ছে গণতন্ত্ৰের সুবাস। মতবরোধ তো হবেই। এটা ঠিক আছে। কিন্তু তাই বলে দেশের ধ্বংস ডেকে আনা বা সংহতি ক্ষুণ্ণ করা কোনওভাবেই উচিত নয়। রাষ্ট্ৰের বিরুদ্ধে কথা বলার অধিকার কাউকেই দেওয়া যায় না। প্ৰত্যেকেরই সেটা হৃদয় দিয়ে উপলব্ধি করা উচিত-বলেন নাইডু।

সন্ত্ৰাসবাদ এবং দুর্নীতির মতো সামাজিক অশুভ শক্তিগুলো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাইডু বলেন,সন্ত্ৰাসবাস সম্পূর্ণভাবে নির্মূল হওয়া উচিত। ওদিকে দুর্নীতি সমস্ত ব্যবস্থা ও গণতন্ত্ৰকে গ্ৰাস করছে। তবে দুর্নীতি নির্মূলে এখন পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও এক্ষেত্ৰে আরও কিছু পদক্ষেপ নেওয়ার প্ৰয়োজন রয়েছে। এব্যাপারে যুবসমাজকে অগ্ৰণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন ‘আমাদের সম্পদ সৃষ্টি করতে হবে এবং এরপর এর বিতরণ সম্পর্কে ভাবা প্ৰয়োজন। প্ৰতিটি শিশু যাতে স্কুলে যায় আমাদের সেটা সুনিশ্চিত করতে হবে। প্ৰত্যেকে যাতে খাবার পায় সুনিশ্চিত করতে হবে সেটাও। জনজীবনে সমাজের প্ৰতিটি শ্ৰেণির মানুষ যাতে ন্যা্য্য অধিকার পান সেটা দেখা প্ৰয়োজন-বলেন নাইডু। বাইরের শক্তি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্ৰসঙ্গ তুলে উপরাষ্ট্ৰপতি বলেন,অভ্যন্তরীণ বিষয়ে যারা ভারতকে মন্ত্ৰণা দেওয়ার চেষ্টা করছে দেশ তাদের বলা উচিত অনুগ্ৰহ করে আপনারা নিজের চরকায় তেল দিন। আমরা আমাদের সমস্যা নিজেরাই সমাধান করে নেবে-বলেন নাইডু।

‘আমাদের তাদের বলা উচিত আপনাদের পাঠ দেওয়ার জন্য ধন্যবাদ। অনুগ্ৰহ করে আপনারা নিজেদের কথা ভাবুন,আমরা আমাদের দেখভাল করতে পারবো’। আমরা সবাই মিলে বিশ্বের কল্যাণের প্ৰতি নজর দেওয়া উচিত’-বলেন উপরাষ্ট্ৰপতি। তিনি পাকিস্তান সহ কোন দেশের নাম না করে বলেন,পড়শি দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চায় ভারত। যারা সন্ত্ৰাসে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে সারা বিশ্বকে একজোট হয়ে লড়া উচিত। কারণ সন্ত্ৰাস হচ্ছে মানবতাবাদের শত্ৰু। তাই সন্ত্ৰাসে মদত দানকারী দেশগুলির বিরুদ্ধে গোটা বিশ্ব এক হয়ে লড়া উচিত-বলেন নাইডু।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Senior Police Officer Rakesh Roushan takes charge as New Superintendent of Police (SP) of Kokrajhar