সংবাদ শিরোনাম

অসমে শুরু হলো ভোটার ভেরিফিকেশন প্ৰোগ্ৰাম

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ভারতীয় নির্বাচন কমিশনের(ইসিআই)নির্দেশে অসমের নির্বাচন বিভাগ সারা দেশের সঙ্গে রবিবার থেকে আসমেও ভোটার ভেরিফিকেশন কর্মসূচি শুরু করেছে। শনিবার রাজ্যে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পরিপ্ৰেক্ষিতেই একাজে হাতে দেওয়া হয়। দুটো বিষয় পারস্পরিক সম্পর্কযুক্ত নয় যদিও ইসিআই দেশের সংশ্লিষ্ট সব যোগ্য ভোটারদের বিষয়ে পরীক্ষা নিরীক্ষার স্বার্থে এই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।

এটাকে বৃহত্তম ‘ভোটার ভেরিফিকেশন অভিযান’ আখ্যা দেওয়া হয়েছে। ইসিআই প্ৰথম বারের জন্য এই বিশেষ প্ৰস্তাবটি পরিচালনা করছে এবং আগামি ১৫ অক্টোবর পর্যন্ত এই কাজ চলবে। এই কাজ সম্পূর্ণ হওয়ার পর সচিত্ৰ ভোটার পরিচয় পত্ৰের ড্ৰাফটিঙের কাজ শুরু হবে।

এই অভি্যান সম্পর্কে রাজ্য নির্বাচন বিভাগের একটি সূত্ৰ বলেছে,ইসিআই-এর নির্দেশিকার অধীনে এই অভিযান চালানোর সময় প্ৰতিটি পোলিং স্টেশনের বুথ পর্যায়ের কর্মকর্তারা(বিএলওএস)প্ৰতিটি বাড়িতে যাবেন এবং ভোটারদের বিভিন্ন বিষয় চেক করবেন। নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা(যারা ১৮ বছরে পা দিয়েছে)ছাড়াও বিএলওরা ভোটাররা বাড়ি পাল্টেছেন কিনা এবং মারা যাওয়া কোনও ভোটারের নাম এখনও সচিত্ৰ ভোটার তালিকায় থেকে গেছে কিনা ইত্যাদি বিষয় পরীক্ষা করে দেখবেন।

সংশ্লিষ্ট বিএলও-কে দেখানোর জন্য যে সব নথিপত্ৰের প্ৰয়োজন হতে পারে সেগুলো হলো ইন্ডিয়ান পাসপোর্ট,ড্ৰাইভিং লাইসেন্স,আধার কার্ড,রেশন কার্ড,সরকার অথবা অর্ধ সরকারি সংস্থার ইস্যুকৃত যেকোন কার্ড,ব্যাংক পাসবুক অথবা ইসিআই-র দেওয়া আইডেনটিটি কার্ড ইত্যাদি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Ganesh Chaturthi celebrated in Guwahati City | The Sentinel News | Assam News