সংবাদ শিরোনাম

ভারত-পাকিস্তানই কাশ্মীর ইস্যুর সমাধান করতে পারবেঃ ট্ৰাম্প

Sentinel Digital Desk

রিয়ারিৎজ(ফ্ৰান্স): প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি মার্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্পের সামনেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাশ্মীর ইস্যুতে কোনও মধ্যস্থতার প্ৰয়োজন নেই ভারতের। দৃঢ়তার সঙ্গেই মোদি বললেন,‘কাশ্মীর ইস্যুতে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ আমরা চাই না। ভারত ও পাকিস্তানের মধ্যে বেশকিছু দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে। তবে আলাপ আলোচনায় আমরা নিজেরাই এই সব দ্বিপাক্ষিক সমস্যা মিটিয়ে ফেলতে পারবো’। ট্ৰাম্প অবশ্য কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতা করার বার কয়েক আগ্ৰহ দেখিয়েছেন। কিন্তু এদিন মোদির দৃঢ়তা দেখে মার্কিন প্ৰেসিডেন্ট নিজেকে গুটিয়ে নেন। নিজের অবস্থান থেকে পিছু হটে ট্ৰাম্প এদিন মোদির সুরে সুর মিলিয়ে বলেন,কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় এবং উভয় দেশ এই সমস্যার কিনারা করতে পারবে নিজেরাই।

ফ্ৰান্সের রিয়ারিৎজেতে সোমবার জি-৭ সম্মেলনের ফাঁকে মার্কিন রাষ্ট্ৰপতি ট্ৰাম্পের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি উভয় রাষ্ট্ৰনেতা। কাশ্মীর ইস্যুতে ট্ৰাম্পের মধ্যস্থতা করার আগ্ৰহ সম্পর্কে সাংবাদিকদের প্ৰশ্নের জবাবে মোদি বলেন,ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সমস্ত ইস্যুই দ্বিপাক্ষিক। তাই এই ইস্যু নিয়ে আমরা কোনও দেশকে কষ্ট দিতে চাই না। স্বাধীনতার আগে ভারত ও পাকিস্তান একই ছিল। আমার বিশ্বাস,আমরা একসঙ্গে আলোচনায় বসলে আমাদের সমস্যার সমাধান সূত্ৰ খুঁজে পাবো।

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার ব্যাপারে ট্ৰাম্প এখন আগ্ৰহী কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্ৰেসিডেন্ট বলেন,‘আমি এখানে রয়েছি। তবে মোদি এবং পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খানের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভাল। তাই আমি মনে করি,উভয় দেশ নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবে। কাশ্মীর ইস্যু নিয়ে এরআগে তাঁদের মধ্যে কোনও কথা হয়েছে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে ট্ৰাম্প বলেন,রবিবার রাতে ডিনারের সময় এই ইস্যুতে মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে’। তিনি বলেন,মোদির দৃঢ়বিশ্বাস কাশ্মীর পরিস্থিতি তাঁর নিয়ন্ত্ৰণে রয়েছে। ভারত ও পাকিস্তান নিজেরাই নিজেদের সমস্যা মিটিয়ে ফেলতে পারবে-আমারও সেই বিশ্বাস রয়েছে।

কাশ্মীর ইস্যুতে ট্ৰাম্প মধ্যস্থতা করার আগ্ৰহ পরিহার করায় পাকিস্তান আবার একটা ধাক্কা খেল বলে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ইস্যুটি আন্তর্জাতিক মঞ্চে তুলতে মরিয়া হয়ে ওঠে ইসলামাবাদ। কিন্তু প্ৰত্যেকবারই ধাক্কা খেয়েছে পাকিস্তান।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 264th Bokakhesa-Bhouna organized in Jamugurihat | The Sentinel News | Assam News