গুয়াহাটিঃ সদ্য স্বাক্ষরিত বোড়ো শান্তি চুক্তি উদযাপনে আগামি ৭ ফেব্ৰুয়ারি কোকরাঝাড়ে অনুষ্ঠেয় এক বড়সড় অনুষ্ঠানে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি উপস্থিত থাকবেন। বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি চুক্তির সফল রূপায়ণে সমস্ত জাতি,ধর্ম ও সম্প্ৰদায়ের মানুষকে এব্যাপারে সমর্থনের হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে এখানে জিএমসিএইচ প্ৰেক্ষাগৃহে এনডিএফবি-র চারটি গোষ্ঠীর অস্ত্ৰ সমর্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মহিলারি।
হাগ্ৰামা বলেন,সম্প্ৰতি যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা শুধু বোড়োদের জন্যই নয়,গরিষ্ঠ সংখ্যক বোড়ো অধ্যুষিত এলাকায় বসবাসকারী সব মানুষের সম উন্নয়নে। ‘মুসলিম,আদিবাসী,গারো,রাভা,গোর্খা এবং অন্যান্য সম্প্ৰদায়ের মানুষ চুক্তির সফল রূপায়ণে সাহায্যের হাত বাড়ালেই বোড়ো এলাকা এবং গোটা অসমে স্থায়ী শান্তি প্ৰতিষ্ঠিত হবে। উল্লেখ্য,পৃথক বোড়োল্যান্ডের জন্যে মহিলারিও একসময়ে সশস্ত্ৰ সংগঠনে ছিলেন। মহিলারি বলেন,এনডিএফবি ক্যাডারদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে সেগুলো প্ৰত্যাহার করে নেওয়া হবে,যাতে তারা মুক্তভাবে শান্তি প্ৰক্ৰিয়ায় অংশ নিতে পারেন।
স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা সমাবেশে জানান,শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য আগামি ৭ ফেব্ৰুয়ারি কোকরাঝাড়ে অনুষ্ঠেয় মেগা ফাংশনে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি উপস্থিত থাকবেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বোড়ো চুক্তি শান্তি এবং প্ৰগতির পথ ত্বরান্বিত করবেঃ প্ৰধানমন্ত্ৰী
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: CM Sarbananda Sonowal attends 71st VDP Foundation Day in Silchar