বোড়ো চুক্তি শান্তি এবং প্ৰগতির পথ ত্বরান্বিত করবেঃ প্ৰধানমন্ত্ৰী

বোড়ো চুক্তি শান্তি এবং প্ৰগতির পথ ত্বরান্বিত করবেঃ প্ৰধানমন্ত্ৰী

নয়াদিল্লিঃ বোড়ো চুক্তি অসমে শান্তি ও উন্নয়নের এক ঐতিহাসিক অধ্যায় বলে অভিহিত করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। বোড়ো চুক্তির প্ৰশংসা করে তিনি বলেন,‘সব কা সাথ,সবকা বিকাশ এবং সব কা বিশ্বাস’ মন্ত্ৰে অনুপ্ৰাণিত হয়েই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এতে ‘এক ভারত শ্ৰেষ্ঠ ভারত’-এর স্পিরিটই ধ্বনিত হয়েছে।

একগুচ্ছ টুইটে প্ৰধানমন্ত্ৰী বলেন,বাপুজির পুণ্য তিরোধান তিথিতে দেশ যখন তাঁকে স্মরণ করছে সেই সময়ে অসম শান্তি ও উন্নয়নের এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষ্য হয়েছে। দীর্ঘ ৫০ বছর পর বোড়ো বন্ধুদের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা এক নতুন শুরুয়াত। এই চুক্তি অসমে ঐক্যের বাঁধন মজবুত করবে এবং রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি ভবিষ্যৎ উজ্জ্বল করবে।

‘বোড়ো সংগঠনগুলির সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের পর বোড়ো এলাকার উন্নয়নই হবে আমাদের সরকারের অগ্ৰাধিকারমূলক কাজ। ১৫০০ কোটি টাকার প্যাকেজের মাধ্যমে এই কাজ শুরু হচ্ছে। সরকারি স্কিমগুলো থেকে বোড়ো এলাকার মানুষ যাতে সম্পূর্ণভাবে উপকৃত হন সে ব্যাপারে বিশেষ আলোকপাত করাই আমাদের কাজ হবে’।

শান্তির পথে বোড়ো বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে এই বার্তাই দিচ্ছে যেকোনও জটিল ইস্যুও সমাধান সম্ভব। হিংসার পথ পরিহার করে আমরা যদি গণতন্ত্ৰ,সংবিধানের প্ৰতি আস্থা রেখে সাড়া দিই তাহলে সব সমস্যাই কাটিয়ে ওঠা সম্ভব। আমি বোড়ো বন্ধুদের মূলস্ৰোতে ফিরে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আমরা বোড়ো এলাকার সার্বিক বিকাশে প্ৰতিশ্ৰুতিবদ্ধ’। ‘বৃহস্পতিবার বাপুজির পুণ্য প্ৰয়াণ তিথিতে পাঁচ দশকের পুরনো বোড়ো সমস্যার কিনারা হলো। বোড়ো গোষ্ঠীগুলো ও সরকারের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অসমের ঐক্য ও সংহতিকে জোরদার করবে। বোড়ো বন্ধুরা হিংসার পথ ছেড়ে গণতন্ত্ৰ ও সংবিধানের প্ৰতি আস্থা প্ৰদর্শন করায় আমি তাঁদের স্বাগত জানাচ্ছি’।

‘বোড়ো বন্ধুদের সঙ্গে এই চুক্তি অসম এবং দেশের অন্যান্য হিংসাদীর্ণ অঞ্চলগুলোর জন্য এক বার্তা। হিংসা এবং ভয়মুক্ত একটা পরিবেশই রাষ্ট্ৰের উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। সুখের কথা এটাই যে এখন গোটা বোড়ো সমাজ অসমের উন্নয়নে নিজেদের শক্তিকে কাজে লাগাতে পারবেন। অসমের অন্যান্য সম্প্ৰদায়ের মানুষের স্বার্থ সংরক্ষণের প্ৰতি লক্ষ্য রেখেই বোড়ো বন্ধুদের সঙ্গে আমাদের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে সবারই জয় হয়েছে,এই জয় মানবতাবাদের। সবকা সাথ,সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস মন্ত্ৰেই এটা অনুপ্ৰাণিত হয়েছে। এতে প্ৰতিফলিত হয়েছে একভারত-শ্ৰেষ্ট ভারত-এর রূপরেখা’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: CM Sarbananda Sonowal attends 71st VDP Foundation Day in Silchar

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com