সংবাদ শিরোনাম

রাজ্যে প্ৰকাশিত হলো বহু প্ৰতীক্ষিত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)২০১৯-এর চূড়ান্ত তালিকা আজ অর্থাৎ ৩১ আগস্ট প্ৰকাশিত হয়েছে। এনআরসি-র সরকারি ওয়েবসাইট www.nrcassam.nic.in-এ প্ৰকাশিত হয়েছে চূড়ান্ত তালিকা। নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানানো ব্যক্তিরা নিজেদের এনআরসি সেবা কেন্দ্ৰে গিয়ে নিজের নাম দেখতে পারবেন। আপনি assam.mygov.in-এও চেক করতে পারবেন আপনার নাম।

এনআরসি রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা এক বিবৃতিতে উল্লেখ করেছেন,সম্পূর্ণ খসড়ায় ঠাঁই পাওয়া ১,৮৭,৬৩৩ জনের নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি পাওয়া গিয়েছিল। নাম ছুটদের অতিরিক্ত একটি তালিকা ২০১৯-এর ২৬ জুন প্ৰকাশ করা হয়েছিল,যেখানে ১,০২,৪৬২ জনের নাম বাদ পড়েছিল। তাই নাম অন্তর্ভুক্ত হওয়া সমস্ত ব্যক্তি এবং দাবি ও ওজর আপত্তির নিষ্পত্তি এবং ধারা(৩)এর অধীনে সমস্ত প্ৰক্ৰিয়া সম্পন্ন করার পর মোট ৩,১১,২১,০০৪ জন ব্যক্তির নাম চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্তির জন্য বিবেচিত পাওয়া গেছে। দাবি না জানানো ব্যক্তিরা সহ চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েছেন ১৯,০৬,৬৫৭ জন।

জনগণের দেখার জন্য আজ সকাল ১০ টায় এনআরসি সেবা কেন্দ্ৰ(এনএসকে),জেলাশাসক এবং রাজস্ব সার্কল অফিসারের কার্যালয় চলার সময় এনআরসিতে নাম অন্তর্ভুক্তির পরিপূরক তালিকার হার্ডকপি উপলব্ধ হয়েছে।

নাম অন্তর্ভুক্তি এবং বাদ পড়ার অবস্থান দৃশ্য হবে এনআরসির ওয়েবসাইট(www.nrcassam.nic.in)এ। দাবি ও আপত্তি সম্পর্কে কোনও ব্যক্তি অসন্তুষ্ট হলে তারা বিদেশি ট্ৰাইবুনালে আপিল করতে পারবেন। একথা জানিয়েছেন এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam NRC 2019 Final List: Mangaldai Nagarik Manch addresses media | The Sentinel News | Assam News