সংবাদ শিরোনাম

এনআরসি প্ৰক্ৰিয়াঃ সংশোধিত বাজেট ১৬০২.৬৬ কোটতে বৃদ্ধি করল আরজিআই

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়া(আরজিআই)রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন প্ৰক্ৰিয়ার জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশোধিত বাজেট বরাদ্দের অর্থ ১৬০২.৬৬ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। ভারত সরকারের অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সংশোধিত আনুমানিক ব্যয়ের এই পরিমাণ অর্থ অনুমোদন করেছে ইতিমধ্যেই।

একই সঙ্গে আরজিআই-এর এক নির্দেশে বলা হয়েছে,খরচ কমাতে এনআরসি নবায়নের কাজে সম্ভাব্য ক্ষেত্ৰে যথাসময়ে উদ্বৃত্ত স্টাফ নেওয়া হবে। রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়া(আরজিআই)সংশোধিত এই হিসেব সম্পর্কে রাজ্য সরকার এবং সেইসঙ্গে এনআরসি কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে।

২০১৫ সালে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি নবায়নের কাজে যখন হাত দেওয়া হয়েছিল ওই সময় এক্ষেত্ৰে খরচের পরিমাণ ধার্য করা হয়েছিল আনুমানিক ২৫০ কোটি টাকা। রাজ্যে চূড়ান্ত এনআরসি-র পরিপূরক তালিকা প্ৰকাশিত হয় ২০১৯-এর ৩১ আগস্ট। সর্বমোট ৩,৩০,২৭,৬৬১ জন ব্যক্তি ৬৮,৩৭,৬৬০টি ফর্ম পূরণের মাধ্যমে চূড়ান্ত এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিলেন। এদের মধ্যে ৩,১১,২১,০০৪ জন ব্যক্তির নাম এনআরসিতে অন্তর্ভুক্তির যোগ্য বিবেচিত হয়েছে। অন্যদিকে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯,০৬,৬৫৭ জন আবেদনকারীর নাম। এদের নাম চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্তির অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এনআরসি নবায়নের কাজে সংশোধিত বাজেট হিসেবে যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্ৰে অর্থ বরাদ্দ করা হয়েছে সেগুলো হচ্ছে ফিল্ড পর্যায়ে আউটসোর্সেস ম্যান পাওয়ার বাবদ ৬৬৮.৮১ কোটি,এনআরসি সেবাকেন্দ্ৰ/সার্কল/জেলাস্তরে হার্ডওয়ার এবং কনজুমারেবলস-এর ক্ষেত্ৰে ৩৩১.০১ কোটি টাকা,ট্ৰ্যান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট সহ ফিল্ড সুপারভিশন বাবদ ১৩৬.৯৮ কোটি টাকা,সফটওয়ার এবং ওয়েব পোর্টাল উন্নয়ন খাতে ৮৭.৭৩ কোটি টাকা,স্টেট ডাটা এন্ট্ৰি কেন্দ্ৰ স্থাপন ও এরসঙ্গে সম্পৃক্ত কাজের জন্য ৭৮.৮২ কোটি টাকা,পাবলিসিটি(মুদ্ৰণ,ইলেকট্ৰনিক ও সোসিয়েল মিডিয়া)বাবদ ৫৯.৩৯ কোটি,কার্যালয় খরচখরচা বাবদ ৫৪.৭৫ কোটি,প্ৰপত্ৰ প্ৰিন্টিং,নথি ইত্যাদি ক্ষেত্ৰে ২২.৪৫ কোটি,বায়োমেট্ৰিক এনরোলমেণ্ট বাবদ ১৬.৫০ কোটি এবং হেল্পলাইন কল সেন্টার বাবদ ৭.৮০ কোটি টাকা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Vishwakarma Puja at Directorate of Printing and Stationery, Assam | The Sentinel Assam