ঘোষিত বাংলাদেশির নাম ঢুকেছে এনআরসিতেঃ এপিডব্লিউ

ঘোষিত বাংলাদেশির নাম ঢুকেছে এনআরসিতেঃ এপিডব্লিউ

গুয়াহাটিঃ চলতি বছরের ৩১ আগস্টে প্ৰকাশিত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে(এনআরসি)প্ৰচুর বাংলাদেশির নাম ঢুকেছে,যাদের আগেই বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এনজিও সংস্থা আসাম পাবলিক ওয়র্কস(এপিডব্লিউ)মঙ্গলবার এখানে এই অভি্যোগ করেছে। এপিডব্লিউ-র পক্ষ থেকে প্ৰকাশিত এক প্ৰেস বিবৃতিতে বলা হয়েছে যে,এর আগে কিছু লোককে চিহ্নিত করে বাংলাদেশি ঘোষণা করার পরও ওই সব লোকেদের নাম তাদের পরিবার শুদ্ধ সদ্য প্ৰকাশিত নাগরিক পঞ্জিতে ঠাঁই পেয়েছে,যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

অন্যদিকে,স্থানীয় অনেক মানুষ এবং ভূমিপুত্ৰরা নাগরিক পঞ্জিতে নাম তোলার জন্য সমানে লড়ে যাচ্ছেন-উল্লেখ করা হয় বিবৃতিতে। এপিডব্লিউ লক্ষ লক্ষ বিদেশির নাম এনআরসিতে ঢুকে পড়ার অভিযোগ এনে তালিকা রি-ভেরিফিকেশনের দাবি জানিয়েছে। অন্যথায় এপিডব্লিউ ফের সুপ্ৰিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন।

কোচ,রাভা,আহোম,রাজবংশী,বোড়ো,তিওয়া,মিশিং,কার্বি এবং দেউরি সম্প্ৰদায়ের মানুষজনকে এখন অবৈধ অনুপ্ৰবেশকারীদের সঙ্গে এনআরসি সেবা কেন্দ্ৰে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে নাগরিক পঞ্জিতে নাম তোলার জন্য। স্থানীয় মানুষের এই দুর্গতি সত্যিই দুঃখজনক এবং এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না-উল্লেখ করা হয় বিবৃতিতে। ‘এনআরসিতে নাম তোলার জন্য স্থানীয় মানুষ কেন বিদেশি ট্ৰাইবুনালে যাবেন-প্ৰশ্ন তুলেছে এপিডব্লিউ। বিবৃতিতে আশঙ্কা প্ৰকাশ করে আরও বলা হয়েছে বাংলাদেশি মূলের জেহাদিদের নাম এনআরসিতে ঠাঁই পাওয়ার কথা কেউই উড়িয়ে দিতে পারেন না। এহেন পরিস্থিতিতে অসমের এনআরসি সারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্ৰে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছে এপিডব্লিউ।

অবৈধ বাংলাদেশিরা কিভাবে চূড়ান্ত এনআরসিতে নাম ঢোকাল তদন্তকারী সংস্থা নিয়ার মাধ্যমে তার তদন্ত করার দাবি জানিয়েছে সংস্থাটি। নাগরিক পঞ্জি নবায়নের পুরো প্ৰক্ৰিয়ায় যে আর্থিক নয়ছয় হয়েছে তার তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইউ)মাধ্যমে করার দাবি তুলেছে এপিডব্লিউ।

এপিডব্লিউ-র প্ৰধান অভিজিৎ শর্মা দাবি করেছেন,নাগরিক পঞ্জির তালিকায় কমপক্ষেও আশি হাজার বাংলাদেশির নাম ঢুকেছে। এব্যাপারে তাদের হাতে উপযুক্ত প্ৰমাণও রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এপিডব্লিউ এব্যাপারে আজ সুপ্ৰিমকোর্টে হলফনামা দাখিল করার কথা আছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Self-styled god man apprehended in Duliajan

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com