সংবাদ শিরোনাম

এনআরসি ইস্যুতে ডিসি,এসপিদের আইনশৃঙ্খলা রক্ষার শলা মুখ্যমন্ত্ৰীর

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল শুক্ৰবার এখানে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করলেন। চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনও মূল্যে রক্ষা করতে তাদের শলা দিলেন মুখ্যমন্ত্ৰী। সোশ্যাল মিডিয়ার ভূমিকা,চা বাগান কর্মীদের বোনাস এবং রাজ্যের রাষ্ট্ৰীয় সড়কগুলোর নির্মাণ কাজের মন্থর অগ্ৰগতি ইত্যাদি প্ৰসঙ্গ আলোচনায় ওঠে।

নাগরিক পঞ্জি ঘিরে জন মানসে যাতে কোনওরকম বিভ্ৰান্তির সৃষ্টি না হয় তার জন্য সমাজের প্ৰভাবশালী ব্যক্তি এবং জনমত সৃষ্টিকারী লোকেদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে আইনশৃঙ্খলার লাগাম ধরে রাখতে জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। প্ৰয়োজনে বিধায়ক,জেলা পরিষদ সদস্য,পঞ্চায়েত সদস্য এবং নিষ্ঠাবান এনজিওগুলোর মতো জনপ্ৰতিনিধিদের সাহা্য্য নিতে জেলা প্ৰশাসনগুলোর প্ৰতি পরামর্শ রাখেন তিনি। এনআরসি ঘিরে কেউ যাতে শঙ্কিত না হন সেই চেষ্টা করতেও মুখ্যমন্ত্ৰী তাঁদের বলেছেন। নাগরিক পঞ্জি সম্পর্কে জনগণের সামনে সঠিক তথ্যও তুলে ধরতে হবে তাঁদের-বলেন সোনোয়াল।

স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের একটি বিবৃতির প্ৰসঙ্গ তুলে মুখ্যমন্ত্ৰী দৃঢ়তার সঙ্গে বলেন,কারো নাম যদি চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়ে তাহলে তারা বিদেশি হিসেবে বিবেচিত হবে না। একমাত্ৰ ফরেনার্স ট্ৰাইবুনাল(এফটি)চূড়ান্ত কর্তৃপক্ষ যারা বিচার বিভাগীয় প্ৰক্ৰিয়ার পর একজন ব্যক্তি বিদেশি কি না তা ঘোষণা করবে। তাই কারো নাম বাদ পড়লে তাদের সামনে ট্ৰাইবুনালে আবেদন জানানোর সু্যোগ থাকছে। মুখ্যমন্ত্ৰী এদিন জেলাশাসক ও পুলিশ সুপারদের ঘন ঘন নিজেদের জেলায় ঘুরে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষগুলির সঙ্গে আলোচনা করে নাগরিক পঞ্জি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার মন্ত্ৰ দেন। এনআরসি প্ৰকাশের সময়কালে সোশ্যাল মিডিয়াগুলি যাতে কোনও ভুল বার্তা ছড়াতে না পারে সেদিকে শ্যেন দৃষ্টি রাখতে জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেন তিনি। যুব সমাজ যাতে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করে এবং কোনওরকম ভুল খবর বা গুজব ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে তাদের সতর্ক করার দায়িত্বও মুখ্যমন্ত্ৰী পুলিশের কাঁধে সঁপে দেন। স্পর্শকাতর এলাকাগুলোতে কেন্দ্ৰীয় বাহিনী পাঠানো হচ্ছে-বলেন তিনি।

রাজ্যে এনএইচআইডিসিএল চার লেনের সড়ক নির্মাণে মন্থরতার জন্য উদ্বেগ প্ৰকাশ করে সোনোয়াল সড়কের জন্য যাদের জমি অধিগ্ৰহণ করা হয়েছে তাদের জমির মূল্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুকিয়ে দিতে জেলাশাসকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্ৰী বলেন,কিছু জেলাশাসক জমির মালিকদের প্ৰাপ্য টালা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখার অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্ৰী সতর্ক করে দিয়ে বলেন, এব্যাপারে অনিয়মের দায়ে কোনও জেলাশাসক দোষী প্ৰমাণিত হলে সরকার কঠোর ব্যবস্থা গ্ৰহণ করবে। সমস্ত সরকারি ব্যবস্থা থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে মুখ্যমন্ত্ৰী জেলাশাসক ও পুলিশ সুপারদের আহ্বান জানান।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: CRPF seized 10 kg of Ganja in Sivasagar | The Sentinel News | Assam News