এনআরসিতে নাম ছুটদের আইনি সাহা্য্য অবৈধ বিদেশিদের উৎসাহিত করবেঃ আসু

এনআরসিতে নাম ছুটদের আইনি সাহা্য্য অবৈধ বিদেশিদের উৎসাহিত করবেঃ আসু

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)বলেছে,চূড়ান্ত এনআরসি(রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি)থেকে নাম ছুটদের আইনি সাহা্য্য দান এবং এনআরসি প্ৰকাশের পর নামছুটদের বিদেশি ট্ৰাইবুনালে আপিল করার সময়সীমা ১২০ দিনে বৃদ্ধি করা নিয়ে সম্প্ৰতি ২০১৯-এর বিদেশি ট্ৰাইবুনাল সংশোধনী নির্দেশ সংশোধনে সরকারের সিদ্ধান্ত শুধু ‘অবৈধ বিদেশিদের সাহা্য্য ও উৎসাহিত করবে’।

আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ এবং সাধারণ সম্পাদক লুরিন জ্যোতি গগৈ বলেছেন,আইনি ব্যবস্থা অনু্যায়ী চূড়ান্ত এনআরসিতে নাম না উঠলে একজন ব্যক্তি অবৈধ বিদেশি বলে বিবেচিত হচ্ছেন না। তবে এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য যে সব আবেদনকারী ১৯৭১ সাল পর্যন্ত নির্দিষ্ট কিছু নথিপত্ৰ দাখিল করতে ব্যর্থ হয়েছেন,তাদের নাম চূড়ান্ত এনআরসিতে ঠাঁই পাচ্ছে না। এধরনের এনআরসি আবেদনকারীরা অনুরূপ নথিপত্ৰ পেশ করতে ব্যর্থ হলে তাদের নাগরিকত্বের স্টেটাস নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে-বলেন তাঁরা। উভয় আসু নেতা আরও বলেন,বলা হয়েছে একজন ব্যক্তি বিদেশি কি না তা একমাত্ৰ বিদেশি ট্ৰাইবুনালই(এফটি)ঘোষণা করতে পারে।

তাঁরা বলেন,চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুটদের সরকার জেলা আইনি সেবা কর্তৃপক্ষের মাধ্যমে আইনি সাহা্য্য সম্প্ৰসারণের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে শুধু অবৈধ বিদেশিরা উৎসাহিত হবে। আসু নেতাদ্বয়ের মতে,চূড়ান্ত এনআরসি থেকে নাম বাদ পড়া লোকেদের এফটিতে আবেদন জানানোর সময়সীমা ১২০ দিনে বৃদ্ধি করায় তা শুধু অবৈধ বিদেশিদের আশকারা দেবে। চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর ‘গণতান্ত্ৰিক ও আইনি ব্যবস্থা’ গ্ৰহণ করা সম্পর্কে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল কি বোঝাতে চেয়েছেন উভয় আসু নেতা তা জানতে চান। মুখ্যমন্ত্ৰী সম্প্ৰতি নয়াদিল্লিতে এক বিবৃতিতে বলেছিলেন যে চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর রাজ্য সরকার ‘গণতান্ত্ৰিক ও আইনি ব্যবস্থা গ্ৰহণ করবে’।

আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন, সুপ্ৰিম কোর্টের সরাসরি তত্ত্বাবধানে রাজ্যে এনআরসি নবায়ন হচ্ছে। তিনি আরও বলেন,গত এক বছরে ঘোষিত বিদেশিদের আটক করতে রাজ্য সরকারকে তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Religious procession by Sikh community people arrives in Biswanath Chariali

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com