নুমলিগড়ঃ কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের ভিতর মঙ্গলবার গন্ডারের আক্ৰমণে এক বনকর্মীর মৃত্যু হয়। অন্যান্য দিনের মতো বৃকুদর বরা এবং তাঁর দুই সহযোগী বনকর্মীকে কহরা রেঞ্জের অধীন মুনা-টঙ্গি ফরেস্ট ক্যাম্পে মোতায়েন করা হয়েছিল নিয়মিত টহলদারির জন্য। ওই সময় আচমকা একটি গন্ডার টহলরত দলটির সামনে এসে পড়ে এবং তাদের ওপর আক্ৰমণ চালায়। বৃকুদরের দুই সহযোগী কোনওক্ৰমে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করলেও হিংস্ৰ গন্ডারটি খড়গ দিয়ে আক্ৰমণ করায় বৃকুদরের মর্মান্তিক মৃত্যু হয়। বৃকুদর কহরার বরগরিজুরি এলাকার বাসিন্দা। এক বছরের মধ্যেই তাঁর অবসরগ্ৰহণের কথা ছিল। কর্তব্যরত অবস্থায় বনরক্ষীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কাজিরঙা বন কর্মী মহলে ব্যাপক শোকের ছায়া ফেলেছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্ৰকাশ করে কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের ডিরেক্টর পি শিবকুমার বলেন,‘বৃকুদর বরার মতো প্ৰথম সারির নিষ্ঠাবান কর্মীরাই উদ্যান রক্ষা করছিলেন। তাঁর মৃত্যুতে কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের বিরাট ক্ষতি হলো। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি’। উদ্যান কর্তৃপক্ষ বৃকুদরের পরিবারকে প্ৰয়োজনীয় সাহা্য্য ও সমর্থন দেবে’। বনমন্ত্ৰীও ক্ষতিগ্ৰস্ত পরিবারকে প্ৰয়োজনীয় সাহা্য্যের আশ্বাস দিয়েছেন।
এদিকে যোরহাটের খবরে প্ৰকাশ,কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যান থেকে বেরিয়ে আসা একটি প্ৰাপ্তবয়স্ক গন্ডার যোরহাট জেলার কোকিলামুখ ফরেস্ট বিটের উত্তরাঞ্চলে অরুণা চাপরি এবং মোলাই কাথনি অর্থাৎ ‘ফরেস্ট ফ্যান অফ ইন্ডিয়া’ যাদব পায়েং এর কাছে গত এক সপ্তাহ ধরে রীতিমতো ত্ৰাস সৃষ্টি করে চলেছে। যোরহাট বন ডিভিশনের আধিকারিক টংকেশ্বর বায়ন মঙ্গলবার একথা জানিয়েছেন।
প্ৰাপ্তবয়স্ক গন্ডারটিকে ফের বনাঞ্চলে ফিরিয়ে নিতে যোরহাট এবং মাজুলি বন ডিভিশন কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যান থেকে দুজন সশস্ত্ৰ বনরক্ষী,দুজন মাহুত সহ দুটি হাতি এনেছে। এই গন্ডারই ইতিমধ্যেই ব্ৰহ্মপুত্ৰের কুল ধরে যাদব পায়েং বন এলাকায় গিয়ে পৌঁছেছে। তবে এই দলটি হাতি নিয়ে গন্ডারটির খোঁজ করছে।
রবিবার,দক্ষিণ মাজুলির ধুদাং চাপরিতে গন্ডারটি প্ৰশাসন ও বন কর্মীদের একটি দলকে তেড়ে এসেছিল। তবে প্ৰশাসন ও বনকর্মীদের ১০ জনের ওই দলটি বলেরো নিয়ে ওই স্থান থেকে পালিয়ে এসে নিকটবর্তী একটি স্থানে অবস্থান করছেন-জানিয়েছে বন বিভাগের একটি সূত্ৰ।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ করোনা সংক্ৰমণ ঠেকাতে প্ৰাক সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করে তুলেছে অসম সরকার
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Author Dr. Paramanada Majumdar honoured with Maghai Oja Award