সংবাদ শিরোনাম

কাল থেকে অসমের ছবিঘরে আসছে রিমা দাসের ‘বুলবুল কেন সিং’

Sentinel Digital Desk

প্ৰখ্যাত পরিচালক রিমা দাসের ‘বুলবুল কেন সিং’ ২০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্ৰবার থেকে অসমের ছবিঘরগুলোতে মুক্তি পাচ্ছে। রিমার এই অসমিয়া ছবিটি সারা বিশ্বে অকুণ্ঠ প্ৰশংসা কুড়িয়েছে। আশা করা হচ্ছে এবার ঘরের মাটিতেও বাজিমাৎ করবে রিমার ছবি ‘বুলবুল কেন সিং’।

‘২০ সেপ্টেম্বর থেকে অসমের ছবিঘরে প্ৰদর্শনের জন্য আমরা আসছি এবং আগামি ২৭ সেপ্টেম্বর থেকে সারা ভারতে ছবিটি দেখানো হবে। তাই আপনাদের ভালবাসা ও আশীর্বাদ চাইছি’-রবিবার এক ফেসবুক পোস্টে একথা বলেছেন স্বয়ং রিমা।

৬৬তম জাতীয় চলচ্চিত্ৰ অ্যাওয়ার্ডে রিমা দাসের ‘বুলবুল কেন সিং’ সেরা অসমিয়া ছবি হিসেবে ‘রজতকমল’ পুরস্কার জেতে। ছবিতে অসমের গ্ৰামীণ জীবনের প্ৰতিচ্ছবিকে নিটোল সুন্দর করে তুলে ধরা হয়েছে। গ্ৰাম অসমের কিশোরী বুলবুলের চিন্তা ভাবনা ও জীবনধারাকে নিয়েই কাহিনী এগিয়ে গেছে। এই ছবিতে যাঁরা অভিনয় করেছেন তাঁদের মধ্যে রয়েছেন অর্নালি দাস,বনিতা ঠাকুরিয়া,মনোরঞ্জন দাস,মানবেন্দ্ৰ দাস এবং পাকিজা বেগম।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসব এবং বার্লিন আন্তর্জাতিক ছবি মহোৎসব সহ সারা বিশ্বের ৪০টি ফিল্ম ফ্যাস্টিভেলে প্ৰদর্শিত হয়েছে রিমা দাসের অনবদ্য ছবি ‘বুলবুল কেন সিং’। সেই সঙ্গে সাকুল্যে ১৩টি পুরস্কার লাভ করেছে ছবিটি।

অস্ট্ৰেলিয়ার ভিক্টোরিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্ৰ উৎসবেও সেরা ছবির সম্মান অর্জন করেছে ‘বুলবুল কেন সিং’। এর আগে ‘ভিলেজ রকস্টার’ ছবির মাধ্যমে রিমা দাস আন্তর্জাতিক অঙ্গনে প্ৰশংসা কুড়িয়ে নিতে সক্ষম হন। এই ছবিটি তাঁর জয়যাত্ৰার পথ খুলে দেয়। ২০১৮ সালে ‘ভিলেজ রকস্টার’ সেরা কাহিনী চিত্ৰ হিসেবে জাতীয় পুরক্ষার জয় করেছিল। ভারতের পক্ষ থেকে ছবিটি অস্কার-এর জন্য মনোনীত হয়েছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Broad daylight burglary incident in Jagi Road | The Sentinel News | Assam News