সংবাদ শিরোনাম

রাজ্যের আইনশৃঙ্খলা ও বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে অবগত করালেন সোনোয়াল

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর কার্যালয়ে তাঁর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে এনআরসি প্ৰকাশ ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্ৰী। রাজ্যে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত তালিকা প্ৰকাশের দিন ঘনিয়ে এসেছে। আগামি ৩১ আগস্ট প্ৰকাশ পাবে এনআরসির চূড়ান্ত তালিকা। তাই এনআরসি প্ৰকাশ এবং তার পরবর্তী সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ধরে রাখা নিয়ে শাহর সঙ্গে কথা বলেছেন সোনোয়াল। সাম্প্ৰতিক বিধ্বংসী বন্যায় রাজ্যের যে চরম ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্ৰী সে ব্যাপারেও স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে অবগত করান।

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ অবশ্য এনআরসি প্ৰকাশের পর রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সব ধরনের কেন্দ্ৰীয় সাহা্য্য দেওয়ার আশ্বাস দিয়েছেন সোনোয়ালকে।

রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সোনোয়াল স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর দৃষ্টি আকর্ষণ করেন। সাম্প্ৰতিক বন্যায় রাজ্যের যে ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্ৰী তার বিস্তারিত তথ্য তুলে ধরেন বৈঠকে। রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকার দুর্গত মানুষদের পুনর্বাসন এবং বন্যায় ভেঙে যাওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণে রাজ্য সরকার যে চেষ্টা চালাচ্ছে সে ব্যাপারে প্ৰয়োজনীয় সব রকমের সাহায্য ও সমর্থন রাজ্যকে দেওয়ার আশ্বাস দিয়েছেন শাহ। এক সরকারি বিবৃতিতে এখবর জানানো হয়েছে।

পরে এক বিবৃতিতে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বলেন,চলতি এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ায় বরাক,ব্ৰহ্মপুত্ৰ,পাহাড়,সমতলের মানুষ রাজ্য সরকারের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। সুপ্ৰিমকোর্টের নির্দেশে এবং তদারকিতে রাজ্যে এনআরসি নবায়নের কাজ চালানো হচ্ছে। চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পরও রাজ্যে শান্তি বজায় রাখতে মুখ্যমন্ত্ৰী রাজ্যবাসীর প্ৰতি আহ্বান জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Police Commandos launched major operation near Assam-Arunachal Pradesh Border