সংবাদ শিরোনাম

জনতা ভবনে কর্মীদের জন্য বায়োমেট্ৰিক ব্যবস্থা চালু করতে প্ৰতিশ্ৰুতিবদ্ধ সরকার

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্য সরকার জনতা ভবনের কর্মীদের জন্য খুব শিগগিরই বায়োমেট্ৰিক অ্যাটেনডেন্স ব্যবস্থা চালু করতে প্ৰতিশ্ৰুতিবদ্ধ। নয়াদিল্লির কেন্দ্ৰীয় সচিবালয়ে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু করা হয়েছে। এটা একটা আধার ভিত্তিক ব্যবস্থা। অফিসার থেকে চতুর্থ শ্ৰেণির কর্মীদের কার্যালয়ে উপস্থিতির সঠিক সময় রেকর্ড করতেই এই ব্যবস্থা চালু করা হবে।

দ্য সেন্টিনেল পত্ৰিকায় চলতি বছরের ১৩ আগস্ট সংস্করণে প্ৰথম পাতায় ‘ডাজ দ্য গভর্নমেন্ট হ্যাব গ্যাটস টু ইনস্টল ইলেকট্ৰনিক ডিভাইসেস’ শিরোনামে খবর প্ৰকাশিত হওয়ার পরই এব্যাপারে সরকারের টনক নড়ে। জনতা ভবনে কর্মসংস্কৃতিতে ঢিলেমি চলার অভি্যোগ সম্পর্কেই ওই খবরটি ছাপা হয়েছিল।

২০১৯-এর ১৩ আগস্ট ইস্যু করা এক বিবৃতিতে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল দ্য এইবিএএস(আধার এনেবলড বায়োমেট্ৰিক অ্যাটেনডেন্স সিস্টেম)হচ্ছে একটা ফিঙ্গার প্ৰিণ্ট রেকগনিশন ডিভাইস,যা প্ৰতিজন কর্মী তাঁর আধার নম্বরের শেষ আটটি সংখ্যা পাঞ্চ করে এটি ব্যবহার করতে পারেন। প্ৰতিটি বিভাগে এই ডিভাইস বসানোর এবং সেক্ৰেটারি এবং ঊর্ধ্বতম কর্মীদের নিয়ে এর প্ৰাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। ডিভাইস বসানো এবং তাতে ফিঙ্গারপ্ৰিন্ট সংগ্ৰহ করতে আরও সময়ের প্ৰয়োজন হবে।

পুরো ব্যবস্থা যথাযথ ভাবে সম্পন্ন হওয়ার পর জনতা ভবনের বিভিন্ন বিভাগে কর্মচারীদের উপস্থিতির সময় তদারক করা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে সহজ হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Police Commandos launched major operation near Assam-Arunachal Pradesh Border