আগরতলা/নয়াদিল্লিঃ ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থানে বেড়া বসানোর কাজ সম্পূর্ণ করা যায়নি একাধিক সমস্যার জন্য। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)বেড়া বসানোর কাজে আপত্তি তুলেছে। ত্ৰিপুরার লোকসভা সাংসদ প্ৰতিমা ভৌমিক বুধবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী নিত্যানন্দ রাই-এর উদ্ধৃতি দিয়ে একথা বলেন। ভৌমিক বলেন,লোকসভায় তাঁর প্ৰশ্নের জবাবে কেন্দ্ৰীয় মন্ত্ৰী বলেছেন ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে ১৮৮০ কিলোমিটার। এই সীমান্তে ফিজিক্যাল ফেন্সিং এবং প্ৰযুক্তিগত সমাধানেরও প্ৰয়োজন রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের চারটি রাজ্যের সঙ্গে জুড়ে রয়েছে এই সীমান্ত। এর মধ্যে বাংলাদেশ ঘেঁষা ত্ৰিপুরা সীমান্ত হচ্ছে ৮৫৬ কিলোমিটার। মেঘালয় ৪৪৩ কিলোমিটার,মিজোরাম ৩১৮ কিলোমিটার এবং অসম ২৬৩ কিলোমিটার। এই পুরো এলাকায়ই ফেন্সিঙের ব্যবস্থা করতে হবে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের চার রাজ্যের সঙ্গে বাংলাদেশের জুড়ে থাকা ১৮৮০ কিলোমিটারের মধ্যে ১৪৭৭ কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া বসানো হয়েছে। বাকি ৪০৩ কিলোমিটারের মধ্যে ৬২ কিলোমিটার এলাকায় হাইটেক সলিউশনের ব্যবস্থা করা হবে এবং ৩৪১ কিলোমিটার এলাকায় ফিজিক্যাল ফেন্সিঙের ব্যবস্থা করা হবে’। দিল্লি থেকে টেলিফোনে একথা জানান ভৌমিক।
‘বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)-র আপত্তির জন্য সীমান্ত এলাকার পুরোটায় বেড়া বসানোর কাজ সম্পূর্ণ করা যায়নি। তাছাড়া দুর্গম অঞ্চল,বর্ষার সময়ে কাজের সময় কমে যাওয়া,জমি অধিগ্ৰহণের সমস্যা এবং কিছু লোকের বিরোধিতায় সীমান্ত সিল করার কাজে ব্যাঘাত সৃষ্টি করেছে’-রাইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন ভৌমিক।
কেন্দ্ৰীয় মন্ত্ৰী সাংসদকে জানিয়েছেন,সীমান্তে বেড়া বসানোর কাজ দ্ৰুত সম্পন্ন করার বিষয়টি সুনিশ্চিত করতে বেড়ার কাজের অগ্ৰগতির নিয়মিত তদারক করছে সরকার।
এদিকে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক পশ্চিম অসমের ধুবড়ি জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে তৃতীয় স্মার্ট ফেন্সিং প্ৰকল্পের কাজ শুরু করেছে। এই ব্যবস্থাকে বিওএলডি-কিউআইটি(বর্ডার ইলেকট্ৰোনিক্যালি ডমিনেটেড কিউআরটি ইণ্টারসেপশন টেকনিক)বলা হয়ে থাকে। গত বছর ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটার এলাকায় অনুরূপ দুটি প্ৰকল্প স্থাপনের পর কমপ্ৰিহেনসিভ ইন্টিগ্ৰেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম(সিআইবিএমএস)এর অধীনে এটি তৃতীয় স্মার্ট ফেন্সিং প্ৰকল্প। পশ্চিমবঙ্গ সহ ভারতের ৫টি রাজ্যের মোট ৪০৯৬.৭০ কিলোমিটার এলাকা বাংলাদেশের সঙ্গে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা হচ্ছে ২২১৬.৭০ কিলোমিটার।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নব বিবাহিতা মহিলাদের জন্য ‘অরুন্ধতী স্বর্ণ প্ৰকল্প’ ঘোষণা
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Govt all set to push for the contentious Citizenship Bill in the winter session of Parliament