সংবাদ শিরোনাম

ক্যাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের হুমকি উপজাতি সংগঠনগুলির

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ উপজাতি সংগঠনগুলির সমন্বয় কমিটি সোমবার হুমকি দিয়েছে নাগরিকত্ব(সংশোধনী)বিলের(ক্যাব)বিরুদ্ধে তারা অসমে অনির্দিষ্টকালীন অর্থনৈতিক অবরোধ শুরু করবে। উপজাতি সংগঠনগুলির সমন্বয় কমিটি বলেছে,ক্যাব শুধু অসমের জনবিন্যাসগত কাঠামোই পাল্টে দেবে না,গোটা উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ করে অসমের খিলঞ্জিয়া মানুষের জীবনেও এটা প্ৰচণ্ড হুমকিস্বরূপ। সংগঠনের মুখ্য সমন্বয়রক্ষী আদিত্য খাকলারি বলেন,‘আমরা দাঁতে দাঁত চেপে ক্যাবের বিরোধিতা করবো। বিলের বিরোধিতায় অসমে অনির্দিষ্টকালীন অর্থনৈতিক অবরোধ শুরু করার পরিকল্পনা নিয়েছি আমরা’। মোট ২৪টি উপজাতি সংগঠনের সমন্বয় কমিটি এটি।

খাকলারি বলেন,নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার উত্তর পূর্বাঞ্চলের মানুষদের নিয়ে খেলছে। ‘ক্যাব-এ হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে ধর্মীয় পার্থক্য গড়ার চেষ্টা করছে তারা। এটা নিছকই তাদের ভোট ব্যাংকের রাজনীতি বৈ কিছু নয়’-বলেন খাকলারি।

তিনি বলেন,‘তাঁর সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এই ইস্যু নিয়ে কথা বলেছে। ‘আমরা ওই সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবো এবং ক্যাবের বিরোধিতা করার জন্য তাঁদের সমর্থন চাইবো’-বলেন খাকলারি।

এদিকে,উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠনের(নেসো)একটি প্ৰতিনিধি দল সোমবার নয়াদিল্লিতে সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি খানের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্ৰের ক্যাব আনার প্ৰস্তাবের বিরুদ্ধে তাঁর সমর্থন চেয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Bhotagoan Yuba Sangha organized football competition in the name of late Lafikul Islam Ahmed