সংবাদ শিরোনাম

৩৭০ অনুচ্ছেদ,সিএএ-র সিদ্ধান্তে সরকার অটল,বললেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি

Sentinel Digital Desk

বারাণসীঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার বলেছেন তাঁর সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রোধে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ এবং নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ)যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সরে আসছে না। সিএএ-র সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্ৰের স্বার্থেই। ‘দশকের পর দশক এই সিদ্ধান্তগুলি ঝুলিয়ে রাখা হয়েছিল। আমরা রাষ্ট্ৰের স্বার্থেই এই সিদ্ধান্তগুলি নিয়েছি এবং এই সিদ্ধান্তের ব্যাপারে সরকার দৃঢ় প্ৰতিজ্ঞ। রবিবার উত্তর প্ৰদেশের বারাণসীতে এক অনুষ্ঠানে বিজেপি-র আদর্শবাদী দীনদয়াল উপাধ্যায়ের একটি মূর্তি উন্মোচন করে বক্তব্য রাখছিলেন প্ৰধানমন্ত্ৰী। মোদি বলেন,উপাধ্যায় তাঁর অন্ত্যোদয় ধারণার মাধ্যমে পিছিয়ে থাকা মানুষের প্ৰতিই আলোকপাত করে গেছেন। ‘আমাদের সরকার স্বনির্ভরতা ও সেলফ সার্ভিসের ধারণা নিয়ে কাজ করছে। বিনা মূল্যে গ্যাস সংযোগ দেওয়া এবং সমাজের হতদরিদ্ৰ মানুষের জন্য শৌচাগারের ব্যবস্থা করাই সরকারের স্কিম-উল্লেখ করেন মোদি। তিনি বলেন,দীনদয়াল উপাধ্যায়ের শুভেচ্ছা তাদের ওপর রয়েছে এবং সেজন্যই গরিব মানুষের সেবার কাজ সরকার অব্যাহত রাখবে।

মোদি বলেন,‘আমরা যখন ভারতের অর্থনীতি ৫ ট্ৰিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার কথা বলছি তখন আমাদের এটা স্মরণে রাখতে হবে যে এই লক্ষ্যে পৌঁছতে পর্যটন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ।

প্ৰকৃত এবং হ্যারিটেজ ট্যুরিজম এই লক্ষ্যে পৌঁছতে অনায়াসে একটা শক্তিশালী ভূমিকা নিতে পারে। নতুন প্ৰযুক্তির মাধ্যমে বারাণসী সহ অন্যান্য তীর্থস্থানগুলির উন্নয়নের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মোদি বলেন,কাশী বিশ্বনাথ মন্দির চত্বরকে খুব শিগগিরই একটা আকর্ষণীয় রূপে দেখা যাবে। অযোধ্যায় রামমন্দিরও খুব শীঘ্ৰই বাস্তব রূপ নেবে। কারণ মন্দির নির্মাণের জন্য ট্ৰাস্ট ইতিমধ্যেই গঠন করা হয়েছে-বলেন প্ৰধানমন্ত্ৰী।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: State Credit Seminar held at NABARD building, Guwahati