Begin typing your search above and press return to search.

কলকাতার রাসেল স্ট্ৰিটের অসম ভবনে সাহিত্যরথীর পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন

কলকাতার রাসেল স্ট্ৰিটের অসম ভবনে সাহিত্যরথীর পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 Feb 2020 8:02 AM GMT

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার কলকাতার রাসেল স্ট্ৰিটে থাকা অসম ভবন চত্বরে সাহিত্যরথী লক্ষীনাথ বেজবরুয়ার একটি পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন। রাজ্য সরকারের সাংস্কৃতিক বিষয়ক ও সাধারণ প্ৰশাসন বিভাগের যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে এই মূর্তিটি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী বলেন,সাহিত্যরথীর এই পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের ফলে অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে সাহিত্য,সংস্কৃতি ও দুই রাজ্যের মানুষের সম্পর্কে এক নতুন গতি সঞ্চার করবে। মুখ্যমন্ত্ৰী দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন,লক্ষ্মীনাথ বেজবরুয়া কলকাতায় থাকাকালে অনেকগুলি সেরা সাহিত্য রচনা করেছেন। তিনি বলেন,এই প্ৰতিমূর্তিটি তরুণ প্ৰজন্মকে তাঁর সাহিত্য সৃষ্টি সম্পর্কে অনেক কিছু জানতে সাহা্য্য করবে। এই মূর্তিটি অসমিয়া ভাষা-সাহিত্যকে আরও এগিয়ে নিতে তরুণ সমাজকে অনুপ্ৰাণিত করতে বলে মনে করেন মুখ্যমন্ত্ৰী।

মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছাত্ৰদের উদ্দেশে বক্তব্য রেখে সোনোয়াল বলেন,কঠোর পরিশ্ৰম,অধ্যবসায়,ইতিবাচক প্ৰবণতা এবং নিষ্ঠাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। তাই ছাত্ৰ সমাজ এই পথগুলো অনুসরণ করে নিজেদের ভবিষ্যৎ জীবন সফল করে তুলবে বলে তাঁর আশা। তিনি আসাম হাউস কর্তৃপক্ষকে মূর্তিটি মর্যাদার সঙ্গে রক্ষণাবেক্ষণে প্ৰয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন। সাহিত্যরথীর এই পূর্ণাবয়ব মূর্তিটি নির্মাণ করেছেন ভাস্কর বিজু দাস। মুখ্যমন্ত্ৰী তাঁর একাজের প্ৰশংসা করেন।

রাজ্যের অর্থমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর ভাষণে বলেন,অসমিয়া ভাষা-সাহিত্যের শ্ৰীবৃদ্ধি ও বিকাশে লক্ষ্মীনাথ বেজবরুয়া অসামান্য অবদান রেখে গেছেন। তিনি বলেন,অসমের তরুণ প্ৰজন্ম বেজবরুয়ার সৃষ্টিরাজি সম্পর্কে অবগত হতে যে আগ্ৰহ দেখিয়েছেন সেটা অসমিয়া সাহিত্যের ক্ষেত্ৰে একটা শুভ লক্ষণ। তিনি বলেন,মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের পরে সাহিত্যরথীই হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি অসমিয়া সাহিত্যিকে একটা পরিচ্ছন্ন পরিচিতি দিয়েছেন।

ড.শর্মা আরও বলেন,কলকাতার রাসেল স্ট্ৰিটে থাকা বর্তমান অসম ভবনটি ভেঙে ১১ তলার একটি নতুন বিল্ডিং নির্মাণের পরিকল্পনা নিয়েছে রা্জ্য সরকার। এক প্ৰেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমে মোট ভোটারের সংখ্যা ২,২৩,৬৩,৫০২ জন

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: BJP State President Ranjeet Dass lays foundation stone for erosion protection work at Safakamar

Next Story
সংবাদ শিরোনাম