গুয়াহাটিঃ ‘নাগরিকত্ব সংশোধনী আইনের(ক্যা)বিরুদ্ধে প্ৰতিবাদ আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের আত্মত্যাগ আমরা কখনোই বৃথা যেতে দেবো না’। বুধবার এখানে শহিদ ভবনে শহিদদের প্ৰতি শ্ৰদ্ধা জানিয়ে একথা বলেন সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য। রাজ্য সরকারের নিন্দা করে ভট্টাচার্য বলেন,‘মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার স্কুল ছাত্ৰ,যুবক ও নিরীহ মানুষকে হত্যা করেছে। কিন্তু এই দুঃখজনক ইস্যুটি নিয়ে তারা নীরব রয়েছে’।
এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন উপাচার্য ড. অমরজ্যোতি চৌধুরী এবং শিক্ষাবিদ বসন্ত ডেকা। এছাড়াও ব্যাপক সংখ্যক বিশিষ্ট ব্যক্তি,শিল্পী ও ছাত্ৰরাও উপস্থিত ছিলেন। প্ৰত্যেকেই শহিদদের স্মৃতিতে প্ৰদীপ প্ৰজ্বলন করেন। ক্যা বিরোধী আন্দোলনে শহিদদের শ্ৰদ্ধা জানাতে শহিদ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ভট্টাচার্য সরকারকে সতর্ক করে দিয়ে বলেন,‘নাগরিকত্ব সংশোধনী আইন রদ না করা পর্যন্ত এর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলবে’। আসুর মুখ্য উপদেষ্টা আরও বলেন,নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ নিয়ে কেন্দ্ৰ অসম সরকারের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের মানুষের বিরুদ্ধে যে অন্যায় অবিচার চালানোর পরিকল্পনা এঁটেছে তা বন্ধ করতেই হবে।
এদিকে ক্যা-র বিরুদ্ধে আসু ও ৩০টি সংগঠনের যৌথ আবেদনের প্ৰতি মানুষ লাগাতার সমর্থন জানিয়ে যাচ্ছেন। তাঁরা ক্যা-র বিরুদ্ধে নিরন্তর প্ৰতিবাদ জানাচ্ছেন। রাজ্যের মানুষ তাদের নিজের নিজের এলাকায় সন্ধে বেলা প্ৰদীপ জ্বালাচ্ছেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমিয়া মানুষের রক্ষাকবচের ব্যবস্থাই রাজ্য সরকারের কাছে মূল বিষয়ঃ মুখ্যমন্ত্ৰী সোনোয়াল
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Devotees joining the queue at Ganesh Mandir in Ganeshguri