অযোধ্যার রায়কে স্বাগত জানিয়ে সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান কংগ্ৰেসের

অযোধ্যার রায়কে স্বাগত জানিয়ে সব পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান কংগ্ৰেসের
Published on

অযোধ্যার জমি বিরোধ নিয়ে সুপ্ৰিম কোর্টের সর্বসম্মত রায়কে স্বাগত জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্ৰেস(আইএনসি)। এক প্ৰেস বিবৃতিতে ভারতীয় জাতীয় কংগ্ৰেস বলেছে,‘আমরা সংশ্লিষ্ট সব দল এবং সম্প্ৰদায়কে ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ এবং ভ্ৰাতৃত্বের বন্ধন অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানাচ্ছি। কারণ এটাই আমাদের সংবিধানকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে কংগ্ৰেস সবাইকে শান্তি ও সম্প্ৰীতি অক্ষুণ্ণ রাখারও আবেদন জানিয়েছে। আমাদের মধ্যে থাকা পারস্পরিক শ্ৰদ্ধার পরম্পরা ও ঐক্য বজায় রাখার দায়িত্ব আমাদের প্ৰত্যেকেরই। এই সমৃদ্ধ পরম্পরা ও ঐক্যের ধারাই আমাদের সমাজকে যুগের পর যুগ সমৃদ্ধ ও শক্তিশালী করেছে।

এদিকে,অযোধ্যার জমি বিতর্ক নিয়ে সুপ্ৰিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করার পর প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বলেছেন,‘সম্মানীয় সুপ্ৰিম কোর্ট অযোধ্যা ইস্যুতে তাদের চূড়ান্ত রায় দিয়েছে। তবে এই ‘রায়কে জয় অথবা হার হিসেবে দেখা কারোই উচিত হবে না’।

মোদি আরও বলেছেন,‘রায় রাম ভক্তি অথবা রহিম ভক্তি যাই হোক না কেন,আমাদের রাষ্ট্ৰীয় ভক্তিকে শক্তিশালী করতে হবে’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Pradesh Congress Committee (APCC) Welcomes Supreme Court Verdict in Ayodhya Dispute Case

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com