অযোধ্যা ইস্যুতে সুপ্ৰিমকোর্টের রায়কে স্বাগত জানালেন আরএসএস প্ৰধান মোহন ভাগবত

অযোধ্যা ইস্যুতে সুপ্ৰিমকোর্টের রায়কে স্বাগত জানালেন আরএসএস প্ৰধান মোহন ভাগবত
Published on

নয়াদিল্লিঃ অযোধ্যার বিতর্কিত রামজন্মভূমি ভগবান রামের নামে উৎসর্গ করে সুপ্ৰিম কোর্ট শনিবার যে ঐতিহাসিক রায় দিয়েছে তার প্ৰতি স্বাগত জানিয়েছেন রাষ্ট্ৰীয় স্বয়ং সেবক(আরএসএস)প্ৰধান মোহন ভাগবত।

প্ৰচার মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভাগবত বলেন,‘আমরা সুপ্ৰিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। কয়েক দশক ধরে এই মামলা চলছিল এবং শেষপর্যন্ত মামলার নিষ্পত্তি হয়েছে সঠিকভাবে। কোর্টের এই রায়কে জয় অথবা হার হিসেবে কারোই ভাবা উচিত হবে না। সমাজে শান্তি সম্প্ৰীতি অক্ষুণ্ণ রাখতে প্ৰত্যেকেই যে চেষ্টা করেছেন তার প্ৰতিও স্বাগত জানাচ্ছি আমরা’।

ভাগবত আরও বলেন,এই রায় বিরোধ-বিতর্ক অবসানের পথ খুলে দিলো। অনুরূপভাবে,অন্তর রাষ্ট্ৰীয় হিন্দু পরিষদের(এএইচপি)প্ৰতিষ্ঠাতা ড.প্ৰবীণ তোগাড়িয়া বলেন,‘রামের জন্ম স্থানে রাম মন্দির নির্মাণের জন্য হিন্দুরা ৪৫০ বছরের আগে থেকে দাবি জানিয়ে আসছিলেন। এই মন্দির নির্মাণের জন্য বহু হিন্দু নিজের জীবন হারিয়েছেন। কারো কারো ক্যারিয়ার নষ্ট হয়েছে,পরিবার পর্যন্ত হারিয়েছেন অনেকে। আজ সুপ্ৰিমকোর্ট ওই জমি রাম মন্দিরের নামে উৎসর্গ করার রায় দিয়ে ওই সমস্ত আত্মত্যাগী মানুষের প্ৰতি শ্ৰদ্ধা জানালো। ‘আমরা খুশির সঙ্গে এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে কেন্দ্ৰীয় সরকারকে অনুরোধ করছি তারা যেন কৃতজ্ঞতার সঙ্গে ওই সমস্ত আত্মত্যাগী মানুষদের স্বীকৃতি দেয়। আমাদের বিশ্বাস কেন্দ্ৰ এখন অযোধ্যার ওই স্থানে বিশাল রামমন্দির গড়ার জন্য শীঘ্ৰই পদক্ষেপ নেবে।

আমরা এই আনন্দের মুহূর্তে গণতান্ত্ৰিক শান্তি-সম্প্ৰীতি অক্ষুণ্ণ রাখতে সর্বস্তরের মানুষের প্ৰতি অনুরোধ জানাচ্ছি’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Pradesh Congress Committee (APCC) Welcomes Supreme Court Verdict in Ayodhya Dispute Case

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com