শ্বেতা আগরওয়াল হত্যাকাণ্ডের প্ৰধান অপরাধীকে মৃত্যুদণ্ড,অন্য দুজনকে যাবজ্জীবনের রায় কোর্টের

শ্বেতা আগরওয়াল হত্যাকাণ্ডের প্ৰধান অপরাধীকে মৃত্যুদণ্ড,অন্য  দুজনকে যাবজ্জীবনের রায় কোর্টের
Published on

গুয়াহাটিঃ শ্বেতা আগরওয়াল হত্যাকাণ্ড মামলার আজ চূড়ান্ত রায় দিল ফাস্ট ট্ৰ্যাক কোর্ট। হত্যাকাণ্ডের প্ৰধান অভিযুক্ত গোবিন্দ সিংঘালকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। গোবিন্দের মা কমলা দেবী সিংঘাল ও বোন ভবানী সিংঘালকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে কোর্ট।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com