নতুন রাজনৈতিক মঞ্চ গড়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানাবেন জুবিন

নতুন রাজনৈতিক মঞ্চ গড়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানাবেন জুবিন
Published on

কংগ্ৰেস ও বিজেপির বিকল্প রাজনৈতিক মঞ্চ গঠন করবেন জুবিন গার্গ। নিজে রাজনীতি না করলেও জুবিন বিকল্প রাজনৈতিক মঞ্চ গঠন করবেন। বরিষ্ঠ সাংবাদিক অদীপ ফুকন নতুন রাজনৈতিক মঞ্চের দায়িত্ব নিতে জুবিন গার্গ ও আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈয়ের প্ৰ্তি আহবান জানিয়েছেন। চান্দমারির ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে শিল্পীদের ক্যাব বিরোধী স্ংগ্ৰামে অংশ নেন জুবিন গার্গ, নিশিতা গোস্বামী, বরষা রানি বিষয়া, প্ৰস্তুতি পরাশর, মানস রবিন, জেরিফা ওয়াহিদ ও অনুপম শইকিয়া সহ অনেক শিল্পী। আসু নেতা লুরিনজ্যোতি গগৈও অংশ নেন প্ৰতিবাদে। কণ্ঠশিল্পী সীমান্ত শেখরকেও দেখা গেল প্ৰ্তিবাদস্থলে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com