অসমিয়াদের নির্যাতন না করার আহবান আলফা (স্বা) সেনাধ্যক্ষ পরেশ বরুয়ার

অসমিয়াদের নির্যাতন না করার আহবান জানিয়েছেন আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বরুয়া। ক্যাবের প্ৰ্তিবাদে রাজ্যের পরিস্থিতি এখন উত্তাল। গুয়াহাটির বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্ৰ-ছাত্ৰীরা ক্যাবের বিরুদ্ধে প্ৰ্তিবাদে পথে নেমে এসেছে। ছাত্ৰ-ছাত্ৰীরা আজ দিশপুর অভিমুখে রওনা হয়। ওই সময় পুলিশ প্ৰ্তিবাদেকারীদের মধ্যে সংঘাত বাধে। পুলিশ প্ৰ্তিবাদকারীদের ছত্ৰখান করতে লাঠি চালায়, প্ৰয়োগ করে কাঁদানে গ্যাস।
একটা সময় পুলিশ শুন্যে গুলিও চালায়। এই ঘটনার পরই আলফার সেনাপ্ৰধান পরেশ বরুয়া প্ৰ্তিবাদকারীদের কোনও ধরনের নির্যাতন না করতে পুলিশের ভারপ্ৰাপ্ত সঞ্চালক ভাস্কর জ্যোতি মহন্তকে আহবান জানান। পরেশ বরুয়া সর্তক করে দিয়ে বলেন, তার এই আহবান না মানলে আলফা স্বাধীন বসে থাকবে না।
Also Read: জি এস রোডে উত্তপ্ত পরিস্থিতি, ছাত্ৰ-ছাত্ৰীদের ওপর পুলিশের লাঠি
Also Watch: AASU hangs effigies of State Ministers in Kokrajhar against CAB