নাকের ভিতর দাঁত! অবিশ্বাস্য হলেই সত্যি

নাকের ভিতর দাঁত! অবিশ্বাস্য হলেই সত্যি
Published on

নাকে দাঁত গজায় এমন কথা আপনি কখনও শুনেছেন কি? অবিশ্বাস্য হলেও এটা সত্য। চীনে ৩০ বছর বয়সী এক যুবকের নাকের ভিতরে একটি দাঁত গজায়। তবে ডাক্তাররা দাঁতটি অপসারণ করেছেন। ডাক্তাররা বলেছেন,২০ বছর ধরে যুবকটির নাসারন্ধ্ৰে ওই দাঁত বেড়ে উঠেছিল। এই ঘটনা উত্তর পূর্ব চীনের হারবিন শহরের। যে যুবকটির নাসারন্ধ্ৰ থেকে এই দাঁত অপসারণ করা হয়েছে তার নাম ঝাং বিনচেং। নাসিকা রন্ধ্ৰ বন্ধ হয়ে পড়ায় গত তিন মাস থেকে যন্ত্ৰণায় ভুগছিলেন যুবকটি। অবশেষে গত সপ্তাহে তিনি হাসপাতালের শরণাপন্ন হন। ডাক্তাররা এক্সরে করে ও পরীক্ষা নিরীক্ষার পর যুবকের নাকের ভিতরে একটা কিছু রয়েছে বুঝতে পারেন। বস্তুটি অপসারণের সময় দেখা য়ায় একটি আস্ত দাঁত। নাকের ভিতর থেকে দাঁত বেরিয়ে আসায় যুবকটি রীতিমতো হকচকিয়ে যান। দশ বছর বয়সে এক দুর্ঘটনায় দুটো দাঁত খুইয়েছিলেন ঝাং। ঝাং আরও বলেছেন,ওই দুর্ঘটনার সময় পরিবারের লোকেরা একটা দাঁত খুঁজে পেয়েছিলেন।

ডাক্তারদের জানানো মতেও কোনও দুর্ঘটনার সময় ঝাং-এর নাকের ভিতর ঢুকে গিয়েছিল দাঁতটি। সেই দাঁত নাকের ভিতর ক্ৰমশ বাড়তে থাকে। একটা সময় নাসিকার এক পাশের রন্ধ্ৰ পুরো বন্ধ হয়ে যায়।

ঘটনার বিবরণে প্ৰকাশ,দশ বছর বয়সে ঝাং তিন তলা বিল্ডিং থেকে পড়ে গিয়েছিলেন। দুর্ঘটনায় একটা দাঁত তার নাকের ভিতর ঢুকে পড়ে এবং তা নিয়ে পরিবারের লোকেরা কখনও মাথা ঘামাননি। ঝাং জানিয়েছেন নাকের সমস্যার জন্য রাতে তার ঘুম হতো না। ঝাং এর নাক থেকে বের করা দাতের দৈঘ্য ১ সেন্টিমিটার। বিশেষজ্ঞরা বলেছেন,১৯৫৯ থেকে ২০০৮ পর্যন্ত মেডিক্যাল জার্নেলে এধরনের ২৩টি অবিশ্বাস্য ঘটনার উল্লেখ রয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: India’s First PM Jawaharlal Nehru’s 130th Birth Anniversary observed

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com