লেটুসের প্যাকে জ্যান্ত ব্যাঙের দেখা পেয়ে বিস্মিত মহিলা

লেটুসের প্যাকে জ্যান্ত ব্যাঙের দেখা পেয়ে বিস্মিত মহিলা
Published on

স্যালাদ খাওয়ার জন্য দোকান থেকে প্যাকেটে একগুচ্ছ লেটুস কিনে এনেছিলেন এক মহিলা। রান্নাঘরে খাবার তৈরি করতে গিয়ে প্যাকেটের দিকে তাকাতেই হকচকিয়ে যান ওই মহিলা। একি বিড়ম্বনা! মহিলাটি দোকান থেকে লেটুসের প্যাকেট কিনে সোজা বাড়িতে চলে আসেন এবং প্যাকটটি ডাইনিং টেবিলে রাখেন। এরপর রান্না করার সময় হঠাৎ তিনি দেখতে পান ডাইনিং টেবিলে রাখা প্যাকটিতে একটা জ্যান্ত কিছু নড়াচড়া করছে। মহিলা এবং তার পরিবারের লোকেরা ডাইনিং টেবিলের কাছে গিয়ে খুব ভাল করে লক্ষ্য করলে দেখতে পান একটা জ্যান্ত ব্যাং প্যাকেটের ভিতর নড়ছে।

ঘটনাটি ঘটেছে উইসকনসিনের নর্থ শোরে অ্যালেন পরিবারে। মহিলা সিম্পল ট্ৰুথ অ্যান্ড দ্য সিম্পল ট্ৰুথ নামের একটি ব্ৰ্যান্ড থেকে লেটুসের প্যাকেট কিনে এনেছিলেন। এই ঘটনা এটাই প্ৰমাণ করছে যে আপনি যদি তাজা ও সবুজ সব্জি স্যালাদ বানিয়ে খেতে চান,তাহলে একটা তাজা ব্যাঙ আপনার খাবারের ডিসে উঠবে।

এই ঘটনায় কারলি নামের ওই মহিলা তো রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। ঘটনা সম্পর্কে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে কারলি বলেন,‘আমি ভাবছিলাম একটা,কিন্তু ঘটলো অন্য কিছু। কি করে ওই ব্যাঙ প্যাকেট বন্দি হলো,এটা বাস্তবিকই হতাশাজনক’।

প্যাকেটের ভিতরে ব্যাঙ নড়াচড়া করার বিষয়টি আঁচ করতে পেয়ে মহিলাটি ব্যাঙ সহ এই প্যাকেটের ভিডিও করেন এবং নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে দেন। টুইটারে শিরোনাম দিয়েছেন ‘বন অ্যাপিটাইটঃ নাথিং লাইক স্যালাদ উইথ এ সাইড অফ লাইভ ফ্ৰগ’।

কারলি অ্যালেনের এই টুইট নিমেষে অনেকের দৃষ্টি আকর্ষণ করে। সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই পোস্ট সম্পর্কে মজার মজার কৌতুক করে মন্তব্যও করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন,‘ফ্ৰি পেট উইথ এভরি স্যালাদ’। একজন লিখেছেন,‘সো গ্ৰোস!দুর্বল ব্যাঙটিকে শিকার হতে হলো। তবে আমি মনে করি এটাকে ছেড়ে দেওয়ার মতো জায়গা আপনার রয়েছে’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Passenger saved from getting run over by train in Guwahati

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com