এনআইটি শিলচর রিক্ৰুটমেন্ট ২০২০ ফর জুনিয়র রিসার্স ফেলো

এনআইটি শিলচর রিক্ৰুটমেন্ট ২০২০ ফর জুনিয়র রিসার্স ফেলো
Published on

এনআইটি শিলচর রিক্ৰুটমেন্ট ২০২০ ফর জুনিয়র রিসার্স ফেলো

এনআইটি শিলচর,শিক্ষা প্ৰতিষ্ঠানটি জুনিয়র রিসার্স ফেলো(জেআরএফ)পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য ভারতীয় প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে। খালি পদটি রয়েছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি(এনআইটি)শিলচর,অসমে। নিট শিলচরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং অফ কম্বাশন কারেক্টারিস্টিক্স অফ ম্যানোপার্টিকেল এম্বিডেড বায়োডিজেল ইন অ্যান ওপেন ইসিইউ বেইসড ডুয়েল ফুয়েল ডিজেল ইঞ্জিন’ নামে প্ৰকল্পের জন্য এই নিয়োগ করা হবে।

পদের নামঃ জুনিয়র রিসার্স ফেলো(জেআরএফ)

পদের সংখ্যাঃ ০১

বয়সঃ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ এমটেক/এমই ইন থার্মাল ইঞ্জিনিয়ারিং অথবা রেলিভেন্ট স্পেশালাইজেশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্ৰাঞ্চ। কমপক্ষে ৬০ শতাংশ মার্ক নেট/গেট স্কোর সহ।

বেতনঃ ৩১০০০ টাকা প্ৰতিমাসে

বাছাই প্ৰক্ৰিয়াঃ ব্যক্তিগত সাক্ষাৎকারে পারফরমেন্সের ভিত্তিতে প্ৰার্থী বাছাই করা হবে।

আবেদনের প্ৰক্ৰিয়াঃ উপযুক্ত প্ৰার্থীরা নির্ধারিত ফরম্যাটে সিভি সহ পিআই-র কাছে আবেদন পাঠাতে পারবেন সব নথিপত্ৰের ফটো কপি সহ।

আবেদনকারীকে আবেদন যথাযথভাবে পূরণ করে সিভি ও প্ৰয়োজনীয় টেস্টিমোনিয়েলস সহ সফট কপি পাঠাতেও অনুরোধ জানানো হয়েছে।

শেষ তারিখঃ ১০-০৩-২০২০

ইন্টারভিউর তারিখঃ ২০-০৩-২০২০-র বেলা ১১ টায়।

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com