নগাঁও কলেজ,রিক্ৰুটমেন্ট ২০২০

নগাঁও কলেজ,রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

নগাঁও কলেজ,রিক্ৰুটমেন্ট ২০২০

নগাঁও কলেজ অ্যাসিস্টেন্ট প্ৰফেসরের ৪টি পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে

পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(অসমিয়া,ইতিহাস,হিন্দি,পলিটিক্যাল সায়েন্স)

পদের সংখ্যাঃ ৪

শিক্ষাগত যোগ্যতাঃ অসম সরকারের শিক্ষা বিভাগের নির্দেশিকা এবং ডিএইচই,অসম-এর বিজ্ঞপ্তি অনু্যায়ী প্ৰার্থীদের নেট/শ্লেট/সেট ইত্যাদি সাম্প্ৰতিক ইউজিসি নর্মস অথবা ইউজিসি রেগুলেশন ২০০৯ অনু্যায়ী পিএইচডি ডিগ্ৰি প্ৰার্থীর(অফ ক্যাম্পাস থেকে অর্জিত পিএইচডি ডিগ্ৰি ছাড়া)থাকতে হবে। আবেদনপত্ৰ দাখিলের শেষ তারিখের আগে প্ৰার্থীদের এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করা চাই। স্থানীয় ভাষায় ব্যুৎপত্তি থাকা চাই প্ৰার্থীদের। কর্মরত প্ৰার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি সংগ্ৰহ করে প্ৰোপার চ্যানেলে আবেদন করতে পারবেন।

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত প্ৰার্থীর বয়স যেন ৩৮-এর বেশি না হয়। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীর ক্ষেত্ৰে বয়সে ৫ বছর ও ওবিসি/এমওবিসি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৩ বছর ছাড় থাকছে।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰাসঙ্গিক নথিপত্ৰ সহ আবেদনের সঙ্গে ১৫০০ টাকার(এক হাজার পাঁচশো টাকার)ডিমান্ড ড্ৰাফট কেবলমাত্ৰ প্ৰিন্সিপাল নগাঁও কলেজের অনুকূলে,পেয়েবল অ্যাট এসবিআই নগাঁও শাখা,এই বিজ্ঞাপন ২৮-০২-২০২০ তারিখে প্ৰকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে প্ৰিন্সিপাল,নগাঁও কলেজে পৌঁছতে হবে।

শেষ তারিখঃ ১৫-০৩-২০২০

Details: click here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com