নয়াদিল্লিঃ কেন্দ্ৰের মোদি সরকার দেশে বিভিন্ন ক্ষেত্ৰে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এবার ৭৩তম স্বাধীনতা দিবসের প্ৰাক্কালে রাজধানী দিল্লির বুকে থাকা সংসদ ভবনকে সাজিয়ে তোলা হয়েছে রকমারি আলোর রোশনাইয়ে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সংসদ ভবন চত্বরে ডায়নামিক লাইটিং ফেসিলিটির উদ্বোধন করেছেন। মঙ্গলবার এই লাইটিং ব্যবস্থার উদ্বোধন করা হয়। গোটা সংসদ ভবন চত্বর আলোর ঝরণা ধারায় সাজিয়ে তোলা হয়েছে। ওই একই স্থানে একটা লাইট শোও শুরু হয়েছে। লাইট শো কিছুটা প্ৰধানমন্ত্ৰীও পরখ করেছেন।
মানুষ ওই আলোর বর্ণচ্ছটা এবং লাইট শোর প্ৰতি সহজেই আকৃষ্ট হচ্ছেন। মোদি সরকার সংসদ ভবন চত্বর আলোর বাহারে সাজিয়ে তোলার উদ্দেশ্য হচ্ছে যাতে তা দেশের নাগরিকদের নজর কাড়ে। নর্থ ব্লক,সাউথ ব্লক,রাষ্ট্ৰপতি ভবনের মতো আরও কিছু সরকারি বাড়ি কৃত্ৰিম আলোয় আলোকিত করা হয়েছে।
এই লাইটিং ব্যবস্থার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা,কেন্দ্ৰীয় মন্ত্ৰী এবং অন্যান্য সাংসদরা। মোদি তাঁর টুইটার পোস্টে এই লাইটিং ব্যবস্থা সম্পর্কে দেশবাসীকে অবগত করিয়েছেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বালাকোটে জৈশ-এর ঘাঁটিতে বিমান হানার জন্য বায়ু সেনার পাঁচজন পাইলট সাহসিকতার পুরস্কার পাচ্ছেন
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Police Commandos launched major operation near Assam-Arunachal Pradesh Border