ওড়িশায় নাগাল্যান্ডের ট্ৰাক মালিকের বিরুদ্ধে জরিমানা ৬.৫৩ লক্ষ টাকা

ওড়িশায় নাগাল্যান্ডের ট্ৰাক মালিকের বিরুদ্ধে জরিমানা ৬.৫৩ লক্ষ টাকা
Published on

ওড়িশার সম্বলপুরে নাগাল্যান্ডের একজন ট্ৰাক মালিককে ট্যাক্স অনাদায়ের জন্য ছয় লক্ষ টাকারও বেশি জরিমানা চাপানো হয়েছে গত ১০ আগস্ট।

২০১৪ সালের জুলাই থেকে ২০১৯-এর সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স না দেওয়ায় এবং ট্যাক্স পারমিট না থাকা ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ৬ লক্ষ ৫৪হাজার ১০০ টাকার চালান ইস্যু করা হয়েছে। ট্যাক্স এড়িয়ে চলা এবং অন্যান্য আইন লঙ্ঘনের জন্য নাগাল্যান্ডের ট্ৰাক মালিকের বিরুদ্ধে জরিমানা আরোপ করা ছাড়াও সম্বলপুরে তার বিরুদ্ধে ৬ লক্ষ টাকারও বেশি চালান ইস্যু করা হয়।

ট্ৰাক মালিকের নাম শৈলেশ শঙ্কর লাল গুপ্তা। ট্ৰাকের পারমিট না থাকা ও অন্যান্য আইন লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে এই মোটা অঙ্কের জরিমানা চাপানো হয়েছে।

তাঁর বিরুদ্ধে উত্থাপিত ৭টি অপরাধ বাবদ চাপানো জরিমানার হিসেব হলো নিম্নরূপ। জেনারেল ওফেন্সের জন্য ৫০০ টাকা,বায়ু ও শব্দ দূষণ লঙ্ঘন বাবদ ১০০০ টাকা,পণ্যবাহী ট্ৰাকে যাত্ৰী সওয়ার করা বাবদ ৫০০০ টাকা,পারমিট ছাড়া গাড়ি ব্যবহার করা বাবদ ৫০০০ টাকা,বিমা ছাড়া গাড়ি চালানো বাবদ ১০০০ টাকা এবং ওড়িশা মোটর ভেহিকলস ট্যাক্সেশন অ্যাক্ট বাবদ ৬,৫৩,১০০ টাকা।

সাতটি বিধি লঙ্গন করায় ওড়িশায় নাগাল্যান্ড ট্ৰাক চালককে ৬.৫৩ টাকা জরিমানা করা হয়। নতুন মোটর ভেহিকলস আইন চালু হবার পর থেকে প্ৰায়ই এধরনের মোটা অংকের জরিমানা চাপানোর খবর সংবাদ শিরোনামে আসছে। তবে নাগাল্যান্ডের ট্ৰাক মালিকের ওপর এই জরিমানার অঙ্ক এপর্যন্ত সর্বোচ্চই বলা যায়।

১২ সেপ্টেম্বরের এক রিপোর্ট মতে,দশটি বিধি লঙ্ঘলের জন্য একজন ট্ৰাক মালিককে ২ লক্ষ জরিমানা গুনতে হয়েছে। ওই তারিখ পর্যন্ত জরিমানার এটাই ছিল সর্বোচ্চ পরিমাণ। নয়াদিল্লির একজন ট্ৰাক মালিককে ২লক্ষ ৫০০ জরিমানা চাপানো হয়েছিল ১০টি ট্ৰাফিক আইন লঙ্ঘনের জন্য। এর আগে গত ৯ সেপ্টেম্বর রাজস্থানের একজন ট্ৰাক মালিকের বিরুদ্ধে জরিমানা চাপানো হয়েছিল ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা,ট্ৰাক ওভারলোডিং করার অপরাধে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Rajya Sabha MP Biswajit Daimary Press Conference | The Sentinel News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com