গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)কর্তৃপক্ষ বুধবার অতিরিক্ত খসড়া ছুটদের যে তালিকা প্ৰকাশ করেছে তাতে নাগরিক পঞ্জি থেকে বাদ পড়া লোকের সংখ্যা এক লক্ষ ছাপিয়ে গেছে। ২৬ জুনের প্ৰকাশিত অতিরিক্ত খসড়া ছুটদের এই তালিকায় ঠাঁই পেয়েছে ১,০২,৪৬২ জন ব্যক্তির নাম। তবে নতুন করে বাদ পড়া এই সব লোকেরা জাতীয় নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্তির জন্য পুনরাবেদনের সু্যোগ পাবেন। গত বছর জুলাইয়ে প্ৰকাশিত নাগরিক পঞ্জির সম্পূর্ণ খসড়া এই সব লোকের নাম অন্তর্ভুক্তির ক্ষেত্ৰে অযোগ্য বিবেচিত হয়। ২০১৮-র ৩০ জুলাইয়ে প্ৰকাশিত এনআরসির সম্পূর্ণ খসড়া থেকে ইতিমধ্যেই ৪০,০৭,৭০৭ জন লোকের নাম বাদ পড়েছে।
২০০৩ সালের নাগরিকত্ব রেজিস্ট্ৰেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেনটিটি বিধির ৫ নং দফার বিধি ব্যবস্থা অনু্যায়ী অতিরিক্ত খসড়া ছুটদের তালিকাটি প্ৰকাশ হয়। খসড়া থেকে নতুন করে বাদ পড়া লোকেদের তালিকা প্ৰকাশ করে বুধবার নাগরিক পঞ্জি কর্তৃপক্ষ জানান,মূলত তিনি ধরনের সন্দেহভাজন লোককেই খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে। প্ৰথমত,ডি ভোটার,বিদেশি ঘোষিত ব্যক্তি,ট্ৰাইবুনালে যাদের নামে মামলা চলছে তাঁদের এবং তাঁদের ছেলেমেয়েদের নাম বাদ পড়েছে খসড়া প্ৰকাশের পর যাদের নাম খসড়ায় অন্তর্ভুক্ত হওয়ায় অযোগ্য বিবেচিত হওয়ায়। দ্বিতীয়ত,নাগরিক পঞ্জির দাবি-আপত্তির শুনানিতে সাক্ষী হিসেবে হাজির হওয়া এমন কিছু ব্যক্তি যাদের নাম খসড়ায় অন্তর্ভুক্ত হওয়ার অযোগ্য বলে ধরা পড়েছে। তৃতীয়ত,খসড়া প্ৰকাশের পর ২০০৩ সালের নাগরিকত্ব(রেজিস্ট্ৰেশন অব সিটিজেন্স অ্যান্ড ইস্যু অব ন্যাশনাল আইডেনটিটি কার্ড)বিধির অসমের জন্য প্ৰযোজ্য বিশেষ সূচির ৪(৩)দফার অধীনে নথিপত্ৰ ফের যাচাই করে যারা অযোগ্য বিবেচিত হয়েছে,তাদের নামও খসড়া থেকে ছেঁটে দেওয়া হয়েছে।
নাগরিক পঞ্জিতে এখন সব মিলিয়ে খসড়া ছুটদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১,১০,১৬৯ জন। নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছিলেন ৩,২৯,৯১,৩৮৪ জন। এর মধ্যে ২.৮৯ কোটি লোকের নাম খসড়ায় অন্তর্ভুক্ত হয়। এখন মোট ৪১ লক্ষ ১০ হাজার ১৬৯ জনের,নাগরিকত্ব পুনর্বিবেচনা করা হবে এবং এর ফলাফলের ভিত্তিতেই আগামি ৩১ জুলাই প্ৰকাশ পাবে চূড়ান্ত নাগরিক পঞ্জি।
এদিকে এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছেন,যাদের নাম বাদ পড়েছে তাদের আশঙ্কিত হবার কোনও কারণ নেই। তারা উপযুক্ত প্ৰমাণপত্ৰ সহ পুনরাবেদনের সু্যোগ পাচ্ছেন। অতিরিক্ত খসড়া ছুটদের তালিকায় যাদের নাম উঠেছে তাদের বাড়িতে আজ থেকে চিঠি অর্থাৎ লেটার অফ ইনফরমেশন(এলওআই)পাঠানো হবে নাম বাদ পড়ার কারণ জানিয়ে। এই সব নাম ছুটরা কবে এবং কোথায় ফের আবেদন করবেন এবং শুনানির বিষয়েও উল্লেখ করা হবে এলওআইতে। ডিসপোজিং অফিসার একই সঙ্গে এই মামলাগুলোর শুনানি ও নিষ্পত্তি করবেন। আগামি ৫ জুলাই থেকে শুরু হবে পুনরাবেদনের শুনানি। এবছর ১৫ ফেব্ৰুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত দাবি ও আপত্তি নিয়ে যে শুনানি হয়েছে তার ফলাফল অতিরিক্ত খসড়া ছুটদের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এদের ফলাফল চলতি বছরের ৩১ জুলাই চূড়ান্ত এনআরসিতে প্ৰকাশিত হবে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসির অতিরিক্ত খসড়া প্ৰকাশ ঘিরে রাজ্যে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা