Begin typing your search above and press return to search.

দিল্লিতে চুরি যাওয়া ১৩টি বাইক এবং ৬৬টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার গুয়াহাটি রেল স্টেশনে

দিল্লিতে চুরি যাওয়া ১৩টি বাইক এবং ৬৬টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার গুয়াহাটি রেল স্টেশনে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Oct 2019 1:12 PM GMT

চুরি যাওয়া ১৩টি রয়েল এনফিল্ড বাইক উদ্ধার হয়েছে গুয়াহাটি রেল স্টেশনের পার্সেল অফিস থেকে। এদিকে গুয়াহাটি রেল স্টেশনের ২নং প্ল্যাটফর্ম থেকে বুধবার ৬৬টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করেছে সরকারি রেলওয়ে পুলিশ(জিআরপি)। এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের নাম আব্দুস সাত্তার এবং সাহাবুদ্দিন। এরা পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

দিল্লিতে চুরি যাওয়া কমপক্ষেও ১৩টি রয়েল এনফিল্ড বাইক বুধবার সকালে গুয়াহাটি রেল স্টেশনের পার্সেল কার্যালয় থেকে উদ্ধার করা হয়। সরকারি রেলওয়ে পুলিশ(জিআরপি)সূত্ৰের মতে,চুরি যাওয়া বাইকগুলো দিল্লি থেকে পার্সেল করা হয়েছিল বলে খবর পাওয়া গেছে। এদিকে জিআরপি কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে দিল্লি রেল পুলিশের সঙ্গে যোগা্যোগ রক্ষা করে চলেছেন।

সরকারি রেলওয়ে পুলিশের(জিআরপি)সাব-ইন্সপেক্টর মহেশ বৈশ্য দ্য সেন্টিনেল ডিজিটেলকে জানিয়েছেন যে প্ৰায় ১২টি বাইক চুরি যাওয়ার ঘটনা ইতিমধ্যেই দিল্লির বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছে। তাই গুয়াহাটি রেল পুলিশ এই বিষয়টি নিয়ে দিল্লি রেলওয়ে(জিআরপি)কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ স্বচ্ছ ও সবুজ ভারত গড়ায় গান্ধীজির স্বপ্ন সাকার করার আহ্বান মুখ্যমন্ত্ৰীর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Swachha Bharat Abhiyan drive by Naharkatia Police Station

Next Story
সংবাদ শিরোনাম