Begin typing your search above and press return to search.

স্বচ্ছ ও সবুজ ভারত গড়ায় গান্ধীজির স্বপ্ন সাকার করার আহ্বান মুখ্যমন্ত্ৰীর

স্বচ্ছ ও সবুজ ভারত গড়ায় গান্ধীজির স্বপ্ন সাকার করার আহ্বান মুখ্যমন্ত্ৰীর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Oct 2019 11:17 AM GMT

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল পরিচ্ছন্ন,সবুজ ও ফিট ভিলেজ ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন মঙ্গলবার। ওএনজিসি এবং আসাম ভলিবলের সহযোগিতায় মাই গভর্নমেন্ট আসাম মহানগরীর জাজেস ময়দানে গুয়াহাটি ভলিবল সেন্টারে এই প্ৰচার অভি্যানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী রাজ্যের জনগণকে এই প্ৰচার অভিযান সফল করে তোলার আহ্বান জানান। এমনটা হলেই মহাত্মা গান্ধী স্বচ্ছ ও সবুজ ভারতের যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তব রূপ নেবে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ২০১৪ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্বচ্ছ ভারত গড়ার অভিযানের সূচনা করেছিলেন ওই ভাষণে তিনি ২০১৯-এর মধ্যে ভারতকে পরিচ্ছন্ন ও সবুজে ভরিয়ে তোলার কথা বলেছিলেন। এই ২০১৯-এ জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। স্বচ্ছতা অভিযানের বিষয়টি আজ গণ আন্দোলনের রূপ নিয়েছে-উল্লেখ করেন মুখ্যমন্ত্ৰী।

এক প্ৰেস বিবৃতি অনু্যায়ী ক্ৰীড়া সম্পর্কে মোদি যে গুরুত্ব দিয়েছেন তার ট্যাগ লাইন হচ্ছে ‘খেলোগে তো খিলোগে’। এই প্ৰসঙ্গ উত্থাপন করে সোনোয়াল কঠোর পরিশ্ৰম করে দেশের জন্য সম্মান কুড়িয়ে আনতে খেলোয়াড়দের প্ৰতি আহ্বান জানান। তিনি বলেন,সমস্ত সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করতে সাহা্য্য করে। বরেণ্য সংগীত শিল্পী সুধাকণ্ঠ ড.ভূপেন হাজরিকা তাঁর গানের ভাষায় বলেছেন,সারা বিশ্বই একটা ক্ৰীড়াঙ্গন। তাই যুব সমাজকে তাঁদেত অভীষ্ট লক্ষ্য অর্জনে খেলাধুলাকে জীবনের অংশ হিসেবে বেছে নেওয়া উচিত-বলেন সোনোয়াল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ চাকরি নিয়মিত করার দাবিতে পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন ঠিকা কর্মীদের ধরনা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Peace Rally to prevent frequent Road Accident in Tinsukia

Next Story
সংবাদ শিরোনাম