Begin typing your search above and press return to search.

চূড়ান্ত এনআরসি থেকে বাদ ১৯,০৬,৬৫৭ জনের নাম

চূড়ান্ত এনআরসি থেকে বাদ ১৯,০৬,৬৫৭ জনের নাম

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  31 Aug 2019 12:14 PM GMT

গুয়াহাটিঃ দাবি না জানানো ব্যক্তিরা সহ চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়েছেন ১৯,০৬,৬৫৭ জন। শনিবার এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা উল্লেখ করা অনু্যায়ী,১,৮৭,৬৩৩ জন ব্যক্তির নামে আপত্তি পাওয়া গিয়েছিল,যাদের নাম পূর্ণাঙ্গ খসড়ায় প্ৰকাশ পেয়েছিল। ২০১৯-এর ২৬ জুন নাম ছুটদের অতিরিক্ত একটি খসড়া প্ৰকাশ করা হয়েছিল,যাতে বাদ পড়েছিলেন ১,০২,৪৬২ জন। ইতিমধ্যেই অন্তর্ভুক্ত ব্যক্তি এবং দাবি ও ওজর আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত এনআরসিতে মোট ৩,১১,২১,০০৪ জনের নাম অন্তর্ভুক্তির যোগ্য বিবেচিত হয়। দাবি না জানানো সহ মোট ১৯,০৬,৬৫৭ জনের নাম বাদ পড়ে।

উল্লেখ করা যেতে পারে ২০১৩ সালে সুপ্ৰিম কোর্টের নির্দেশে অসমে এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়া শুরু হয়। এরপর থেকে শীর্ষ আদালত গোটা প্ৰক্ৰিয়ার তদারকি করছিল। দেশের অন্যান্য রাজ্য থেকে অসমে এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়া সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। অসম চুক্তি অনু্যায়ী ১৯৭১ সালের ২৪ মার্চকে(মধ্যরাত)ভিত্তি বছর ধরে রাজ্যে এনআরসি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০১৫ সালের শেষাশেষি থেকে রাজ্যে এনআরসির আবেদনপত্ৰ গ্ৰহণের প্ৰক্ৰিয়া শুরু হয় এবং তা শেষ হয় ওই বছরই ৩১ আগস্টে। মোট ৩,৩০,২৭,৬৬১ জন ব্যক্তি ৬৮,৩৭,৬৬০টি প্ৰপত্ৰের মাধ্যমে এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিলেন।

এনআরসি অসম চূড়ান্ত তালিকা কিভাবে অনলাইনে চেক করবেন

১. এনআরসির অফিসিয়াল ওয়েবসাইট-www.nrcassam.nic.in খুলুন।

২. ট্যাবে ক্লিক করুন যেখানে বলা হয়েছে ‘কমপ্লিট ড্ৰাফট এনআরসি ইজ নাও অ্যাকটিভ’।

৩. নিজের নাম চেক করতে আপনার এআরএন নম্বর এন্টার করুন যা আপনার এনআরসি প্ৰপত্ৰের প্ৰথম পাতার উপরে মুদ্ৰিত রয়েছে।

৪. সিএপিটিসিএইচ কোড এণ্টার করে সার্চ করুন।

৫. চূড়ান্ত এনআরসিতে আপনার নাম উঠলে তা স্ক্ৰিনে ভেসে উঠবে।

যদি অফিশিয়াল ওয়েবসাইটের সার্ভার ডাউন থাকে তাহলে নিকটবর্তী সেবা কেন্দ্ৰে গিয়ে চূড়ান্ত তালিকায় আপনি আপনার নাম চেক করতে পারেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসির চূড়ান্ত তালিকা প্ৰকাশ,স্পর্শকাতর অঞ্চলে নজর রাখছে পুলিশ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Prafulla Kumar Mahanta addresses media in Guwahati | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম