এনআরসির চূড়ান্ত তালিকা প্ৰকাশ,স্পর্শকাতর অঞ্চলে নজর রাখছে পুলিশ

এনআরসির চূড়ান্ত তালিকা প্ৰকাশ,স্পর্শকাতর অঞ্চলে নজর রাখছে পুলিশ

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)চূড়ান্ত তালিকা প্ৰকাশের প্ৰাক্কালে অসম পুলিশ বৃহস্পতিবার রাজ্যের ১৪টি জেলাকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছিল। তবে জেলাগুলির নাম জনসমক্ষে খোলসা করেনি পুলিশ। রাজ্যের ডিজিপি কুলধর শইকিয়া এরআগে জানিয়েছিলেন,গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখার বিষয়টি সুনিশ্চিত করতে পুলিশ সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান,সব জেলা পুলিশ সুপার সতর্ক রয়েছেন এবং সোশ্যাল মিডিয়া নেটওয়র্কের প্ৰতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী কেন্দ্ৰীয় সরকার ৫১ কোম্পানি কেন্দ্ৰীয় সশস্ত্ৰ পুলিশ বাহিনী(সিএপিএফ)অসমে পাঠিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য।

উল্লেখ্য,এনআরসি প্ৰকাশের পরবর্তী সময়ে নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ফাঁক রাখতে রাজি নয় কেন্দ্ৰ ও রাজ্য সরকার। সূত্ৰটি বলেছে,এজন্যই ১৭৪ কোম্পানি সিএপিএফ রাজ্যে এনআরসির ডিউটিতে মোতায়েন করা হয়েছে।

দরং জেলার পুলিশ সুপার অনিতা হাজরিকা সংবাদ মাধ্যমকে বলেছেন,জেলার সংশ্লিষ্ট প্ৰতিটি থানার অধীনে মোট ৬টি জোন সৃষ্টি করা হয়েছে। সব ওসি ও জোনাল অফিসাররা ওই এলাকাগুলোর তদারক করছেন। স্পর্শকাতর ও সংবেদনশীল সব এলাকায় অসম পুলিশের সঙ্গে সিএপিএফ মোতায়েন করা হয়েছে।

অনুরূপভাবে নগাঁওয়ের পুলিশ সুপার শঙ্করব্ৰত রাই মেধি বলেছেন,চূড়ান্ত এনআরসি প্ৰকাশের প্ৰাক্কালে অসামরিক প্ৰশাসন বেশকটি সচেতনতা অভি্যানের আয়োজন করেছিল। তবে পুলিশ বিভাগ আশা করছে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুটই থাকবে।

এদিকে শনিবার প্ৰকাশিত চূড়ান্ত এনআরসি থেকে দাবি না জানানো ব্যক্তিরা সহ মোট ১৯,০৬,৬৫৭ জনের নাম বাদ পড়েছে। ইতিমধ্যেই অন্তর্ভুক্ত ব্যক্তিরা সহ দাবি,ওজর আপত্তির নিষ্পত্তির পর চূড়ান্ত এনআরসিতে মোট ৩,১১,২১,০০৪ জনের নাম অন্তর্ভুক্তির যোগ্য বিবেচিত হয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam NRC Final List: AASU addresses Media | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com