সেরা অসমিয়া ছবি রীমা দাসের ‘বুলবুল কেন সিং’ এবং বাংলায় ‘এক যে ছিল রাজা’

সেরা অসমিয়া ছবি রীমা দাসের ‘বুলবুল কেন সিং’ এবং বাংলায় ‘এক যে ছিল রাজা’

গুয়াহাটিঃ ৬৬তম জাতীয় পুরস্কার জিতে চার চারটি আঞ্চলিক ভাষার ছবি উত্তর পূর্বাঞ্চলের জন্য গৌরব কুড়িয়ে এনেছে। শুক্ৰবার নয়াদিল্লির শাস্ত্ৰী ভবনে ৬৬তম জাতীয় পুরস্কারের তালিকা ঘোষণা করেন কেন্দ্ৰীয় তথ্য ও সম্প্ৰচার দপ্তরের মন্ত্ৰী প্ৰকাশ জাভড়েকর। খ্যাতনাম চলচ্চিত্ৰ পরিচালক রীমা দাসের ‘বুলবুল কেন সিং’ শ্ৰেষ্ঠ অসমিয়া ছবির সম্মান লাভ করে। জাতীয় চলচ্চিত্ৰ পুরস্কার জয়ী ‘উরি’ ছবিটি লাভ করে চারটি সম্মান। শ্ৰেষ্ঠ হিন্দি ছবির সম্মান অর্জন করে ‘অন্ধাধুন’। সেরা বাংলা ছবির পুরস্কার পায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’। শ্ৰেষ্ঠ নন ফিচার ছবি বিভা বক্সির ‘সন রাইজ’ এবং অজয় ও বিজয় বেদীর ‘দ্য সেক্ৰেট লাইফ অফ ফ্ৰগস’। সেরা শৈক্ষিক ছবির পুরস্কার পেয়েছে ‘সরলা বিড়লা’।

রীমা দাসের অসমিয়া ছবি ‘বুলবুল কেন সিং’,মঞ্জু বরার পারচেনপা ভাষায় নির্মিত ‘ইন দ্যা ল্যান্ড অফ পয়জন ওম্যান’,ডোমিনিক সাংমার গারো ভাষার ছবি ‘মা আমা এবং ববি শর্মা বরুয়ার নির্মিত শেরদুকপান আঞ্চলিক ভাষার ছবি ‘মিশিং’ মর্যাদাসম্পন্ন রজতকমল পুরস্কার পেয়েছে। ছবির পরিচালক ও প্ৰযোজকদের প্ৰত্যেককে পুরস্কার হিসেবে ট্ৰফি এবং এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

চলচ্চিত্ৰ পরিচালক হিসেবে রীমা দাসের জয়যাত্ৰা অব্যাহত রয়েছে। মেলবর্ন চলচ্চিত্ৰ মহোৎসবেও বৃহস্পতিবার রীমার ছবি বুলবুল কেন সিং সেরা ভারতীয় ছবির সম্মান লাভ করে। রীমা দাসের ছবি ‘ভিলেজ রকস্টার’ গত বছর স্বর্ণ কমল সহ চারটি পুরস্কার পেয়েছিল। ‘বুলবুল কেন সিং’ ছবির কাহিনী গ্ৰামের এক কিশোরী স্কুল ছাত্ৰীর গ্ৰামীণ পরিবেশে বেড়ে ওঠাকে কেন্দ্ৰ করেই আবর্তিত হয়েছে।

সার্জিক্যাল স্ট্ৰাইকের ওপর নির্মিত ‘উরি’ ছবির জন্য শ্ৰেষ্ঠ পরিচালকের সম্মান পাচ্ছেন আদিত্য ধর। সেরা ফিচার্স ছবি নির্বাচিত হয়েছে গুজরাটি ভাষার ছবি অভিশেখ শাহর ‘হেল্লারো’। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ভিকি কৌশল ও আয়ুষ্মান খুড়ানা। সেরা অভিনেত্ৰীর সম্মান পাচ্ছেন কীর্তি সুরেশ,মেহনতি’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য। শ্ৰেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পাচ্ছেন স্বানন্দ কিরকিরি। সুরেশ চিক্ৰিকে শ্ৰেষ্ঠ সহ অভিনেত্ৰীর সম্মান দেওয়া হচ্ছে ‘বাধাই হো’ ছবিতে সুন্দর অভিনয়ের সুবাদে। পদ্মাবত ছবিতে চমৎকার সংগীত পরিচালনার জন্য সেরা সংগীত পরিচালকের সম্মান পাচ্ছেন সঞ্জয় লীলা বনশালি। শ্ৰেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পাচ্ছেন অরিজিৎ সিং এবং সেরা মহিলা নেপথ্য কণ্ঠশিল্পীর পুরষ্কার পাচ্ছেন বিন্দু।

সেরা অ্যাকশন ধর্মী ছবি হিসেবে পুরস্কার পাচ্ছে কেজিএফ চ্যাপ্টার ১। সেরা কোরিওগ্ৰাফির জন্য নির্বাচিত হয়েছে ‘পদ্মাবত’। সামাজিক বিষয়ক সেরা ছবি বিবেচিত হয়েছে পেডম্যান। সেরা পরিবেশ ধর্মী ছবি নির্বাচিত হয়েছে ‘পানি’।

সেরা বাংলা ছবি সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ভাওয়াল সন্ন্যাসীর কাহিনীকে ঘিরে নির্মিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। এর আগে সৃজিতের জাতিস্মর ও ‘চতুষ্কোণ’ জাতীয় পুরস্কার পেয়েছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: South Salmara-Mankachar police on alert for I-Day

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com