Begin typing your search above and press return to search.

মেলবর্ন চলচ্চিত্ৰ মহোৎসবে রীমা দাসের ‘বুলবুল কেন সিং’ সেরা ভারতীয় ছবির সম্মান পেলো

মেলবর্ন চলচ্চিত্ৰ মহোৎসবে রীমা দাসের ‘বুলবুল কেন সিং’ সেরা ভারতীয় ছবির সম্মান পেলো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Aug 2019 12:06 PM GMT

আবারও দেশ ও অসমের জন্য গৌরব কুড়িয়ে আনলেন অসম তনয়া রীমা দাস। মেলবর্ন চলচ্চিত্ৰ মহোৎসবে রীমা দাসের নির্মিত ‘বুলবুল কেন সিং’ ছবিটি সেরা ভারতীয় ছবির সম্মান অর্জন করে। অস্ট্ৰেলিয়ার ভিক্টোরিয়ায় চলা মেলবর্ন চলচ্চিত্ৰ মহোৎসবে এই সম্মান কুড়োতে সক্ষম হয় ছবিটি। এই অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খান,করণ জহর,টাবু এবং অর্জুন কাপুর ‘বুলবুল কেন সিং’ ছবিটি উপভোগ করেন।

রীমা দাসের এই ছবিটি ইতিমধ্যে টরেন্টো চলচ্চিত্ৰ মহোৎসব ও বার্লিন চলচ্চিত্ৰ মহোৎসবে প্ৰদর্শিত হয় খ্যাতনামা চলচ্চিত্ৰ পরিচালক রীমা দাসের বুলবুল কেন সিং ছবিটি। আঞ্চলিক ভাষার ছবি ‘ভিলেজ রকস্টার’-এর মাধ্যমে বিশ্বের চলচ্চিত্ৰ অঙ্গনে জনপ্ৰিয়তা অর্জনে সক্ষম হয়েছেন রীমা দাস। ২০১৮ সালে ‘ভিলেজ রকস্টার’ ছবিটি ফিচার্স শাখায় সেরা রাষ্ট্ৰীয় সম্মান লাভ করেছিল।

অস্কারের জন্য মনোনীত হয়েছিল রীমার ‘ভিলেজ রকস্টার’। তাঁর ‘বুলবুল কেন সিং’ ছবিটি আন্তর্জাতিক প্ৰেক্ষাপটে অনেকবার প্ৰদর্শিত হয়েছে। ৮ আগস্ট এই ছবি মহোৎসবে দ্য ডিস্ট্ৰিক্ট ডকল্যান্ডসের হাউসে প্ৰদর্শিত হয় রীমার এই ছবিটি। বিশ্বের প্ৰথমসারির চলচ্চিত্ৰ মহোৎসবের অন্যতম টরেণ্টো আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভেলে ‘শেয়ার হার জার্নি’ শীর্ষক পদক্ষেপের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছিল ছবি নির্মাতা রীমা দাসকে।

ক্লিভল্যান্ড আন্তর্জাতিক চলচ্চিত্ৰ মহোৎসবে ‘সামওয়ান টু ওয়াচ’ পুরস্কার লাভ করেছেন অসমের ছবি নির্মাতা রীমা দাস। আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা ভারতীয় ছবি নির্মাতা হিসেবে দেওয়া হয় এই পুরস্কার। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ভার্জিন মিডিয়া ডাবলিন আন্তর্জাতিক চলচ্চিত্ৰ মহোৎসবে রীমাকে দেওয়া হয় সেরা পরিচালকের সম্মান। বুলবুল কেন সিং ছবিটি-র মাধ্যমে রীমা দাস শ্ৰেষ্ঠ পরিচালকের সম্মান কুড়োতে সক্ষম হয়েছিলেন।

‘বুলবুল কেন সিং’ রীমার তৃতীয় ছবি। ‘ভিলেজ রকস্টার’ ছবির মাধ্যমেই বিশ্বে প্ৰতিষ্ঠা লাভে সক্ষম হন রীমা। ভিলেজ রকস্টার অস্কারের জন্য মনোনীত হয়েছিল যদিও শেষ পর্যন্ত থমকে য়েতে হয়। অসমিয়া গ্ৰামের কাহিনী অবলম্বনে নির্মিত ছবিটি বিশ্বের অন্য প্ৰান্তের মানুষের হৃদয়ে সাড়া জাগাতে পারাটাই ছবিটির এক অনন্য কৃতিত্ব বলে মত প্ৰকাশ করেন রীমা দাস।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসম চলচ্চিত্ৰ অর্থ নিগমের অধ্যক্ষ যতীন বরার সাংবাদিক সম্মেলন

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Four Suspected ULFA(I) linkmen Apprehended by Dibrugarh Police

Next Story
সংবাদ শিরোনাম