ঢেকিয়াজুলিতে ৭ বছরের কিশোরীকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা

ঢেকিয়াজুলিতে ৭ বছরের কিশোরীকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা
Published on

ঢেকিয়াজুলিঃ অজ্ঞাত দুষ্কৃতীরা ঢেকিয়াজুলির গ্ৰামে ৭ বছরের একটি কিশোরীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ঢেকিয়াজুলির মনজুলি পথার গ্ৰামে।

স্থানীয় মানুষ এই ঘটনাটি ধর্ষণের পর হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। তারা অবিলম্বে এই ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছেন। এদিকে,মৃত কিশোরীর দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ এই ঘটনার পর মৃত কিশোরীর বাবাকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনা সংক্ৰান্তে এখনও পর্যন্ত কাউকে গ্ৰেপ্তার করা হয়নি।

পুলিশ সূত্ৰের মতে,মৃত কিশোরীর বাবা একজন দিন মজুর এবং হত্যাকান্ডের পিছনে তার হাত থাকতে পারে বলে তারা সন্দেহ করছে। কিশোরীটি তার বাবা ও আট বছর বয়সী ভাইয়ের সঙ্গেই থাকতো। এই ঘটনায় ভাইটি শোকে ভেঙে পড়েছে-জানিয়েছে সূত্ৰটি। উল্লেখ্য,মৃত কিশোরীর মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং পরিবারটি খুবই গরিব বলে ওই সূত্ৰে প্ৰকাশ।

এদিকে দিন কয়েক আগে শোণিতপুর ,জেলার বরচলা কেন্দ্ৰের জহামারি এলাকার গাইওয়াই গ্ৰামে ৬০ বছরের এক বৃদ্ধ সাত বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গিয়েছিল।

প্ৰাপ্ত রিপোর্ট মতে,ঘটনার দিন কিশোরীর বাড়িতে কেউ ছিলেন না। এই অবস্থার সু্যোগ নিয়েই বৃদ্ধটি এই জঘন্য কাণ্ডে লিপ্ত হয়। লজ্জাজনক এই ঘটনায় জড়িত বৃদ্ধটিকে অরুণ নাথ নামে শনাক্ত করা হয়েছে।

ঘটনার পরিপ্ৰেক্ষিতে ঠেলামারা পুলিশ অভিযুক্তকে গ্ৰেপ্তার করে এবং ঠেলামারা থানায় একটি মামলা নথিভুক্ত করে। মামলা নয় ০৪/০৯

মহিলাদের ওপর হিংসাত্মক ঘটনার সরকারি রিপোর্টে এক শোচনীয় চিত্ৰই তুলে ধরা হয়েছে।

ওই রিপোর্টে বলা হয়েছে গত দুবছর বিজেপি সরকার রাজ্যের ক্ষতায় আসার পর থেকে রাজ্যে ৪,১৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যৌতুক সংক্ৰান্ত হিংসাশ্ৰয়ী ঘটনা ঘটেছে ১৫ হাজারটি।

রাজ্য বিধানসভার অধিবেশনে রাজ্যের উদ্যোগমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বলেছিলেন,রাজ্যে গত দুবছরে মোট ৪,১৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সময়ে রাজ্যে যৌতুক জনিত ১৫,৪৭০টি হিংসাত্মক ঘটনার রিপোর্ট পাওয়া গিয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 7 year old girl brutally killed by miscreants in Dhekiajuli, Father detained

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com