চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুটের সংখ্যা নিয়ে তীব্ৰ অসন্তুষ্ট আসু

চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুটের সংখ্যা নিয়ে তীব্ৰ অসন্তুষ্ট আসু
Published on

গুয়াহাটিঃ চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে মান ছুটের সংখ্যা দেখে আসু নেতারা তীব্ৰ অসন্তুষ্টি প্ৰকাশ করেছেন। আসু নেতারা শনিবার বলেন,শীঘ্ৰই তারা বিষটি নিয়ে সুপ্ৰিমকোর্টে যাচ্ছেন।

অসম চুক্তি স্বাক্ষরের অন্যতম স্বাক্ষরকারী সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)। ১৯৮৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করে বহিষ্কারের প্ৰস্তাব রাখা হয়েছিল।

আজ গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন,সরকার এরআগে অবৈধ বিদেশি নাগরিকের যে সংখ্যা দিয়েছিল তার সঙ্গে এনআরসিতে উল্লেখ করা সংখ্যার পার্থক্য রয়েছে। চূড়ান্ত এনআরসিতে নাম ছুটদের যে সংখ্যা প্ৰকাশ করা হয়েছে তাতে খুশি নয় তারা। ‘আমরা মনে করছি চূড়ান্ত এনআরসিতে কিছু ভুল থেকে গেছে’।

আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন,‘আমরা মোটেও খুশি নই। মনে হচ্ছে নবায়ন প্ৰক্ৰিয়ায় কিছু ত্ৰুটি থেকে গেছে। ‘আমরা বিশ্বাস করি এটা একটা অসম্পূর্ণ এনআরসি। এনআরসি থেকে সমস্ত ভুল ত্ৰুটি দূর করার জন্য আমরা সুপ্ৰিম কোর্টে আপিল করবো’।

আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ এব্যাপারে অসন্তুষ্টি ব্যক্ত করে বলেন,সুপ্ৰিমকোর্টের ওপর তাদের সংস্থার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই বিষয়টি নিয়ে তারা শীঘ্ৰই সুপ্ৰিমকোর্টের দ্বারস্থ হবেন। উল্লেখ্য,যে,২০১৩ সালে সুপ্ৰিম কোর্টের নির্দেশেই অসমে এনআরসি নবায়নের কাজ শুরু হয়েছিল। আর তখন থেকে শীর্ষ আদালত গোটা প্ৰক্ৰিয়াটির তদারক করছিল।

অসম চুক্তির শর্ত অনু্যায়ী ১৯৭১ সালের ২৪ মার্চ মধ্যরাতকে ভিত্তি বছর ধরেই রাজ্যে এনআরসি নবায়নের কাজ হয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam NRC Final List: AASU addresses Media | The Sentinel News | Assam News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com