Begin typing your search above and press return to search.

তিনসুকিয়ায় রেলে নব নিযুক্তদের কাজে যোগদানে বাধা আসুর

তিনসুকিয়ায় রেলে নব নিযুক্তদের কাজে যোগদানে বাধা আসুর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 Oct 2019 11:11 AM GMT

তিনসুকিয়াঃ তিনসুকিয়া জেলা ছাত্ৰ সংস্থার কর্মীরা এন এফ রেলেওয়ের তিনসুকিয়া রেল ডিভিশনে নব নিযুক্ত ১৮ জন কর্মীকে বৃহস্পতিবার তাদের সংশ্লিষ্ট পদে যোগদান করা থেকে বিরত রাখে। আসু সদস্যরা দাবি করেছেন,স্থানীয় যুবকদের বঞ্চিত করে বাইরের ছেলেদের এই ডিভিশনে নিয়োগ করা হয়েছে। আসু রেলের স্থানীয় বিরোধী নীতির প্ৰতিবাদে অসমের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

ওদিকে রেলওয়ে সূত্ৰের মতে,শুধু তিনসুকিয়া ডিভিশনে গ্ৰুপ ‘সি’ ও ‘ডি’-র প্ৰায় ১৬০০টি পদ খালি পড়ে আছে। যাদের নিয়োগ করা হয়েছে তাদের ব্যাচ ভিত্তিতে রেলের বিভিন্ন বিভাগে যোগ দেওয়ার কথা ছিল। সূত্ৰটি আরও বলেছে,দেখা গেছে রেলে নব নিযুক্তদের অধিকাংশই কাজে যোগ দেওয়ার অব্যবহিত পরই বদলি চেয়ে বসে। এর আগেও এমন দৃশ্য হামেশাই দেখা গিয়েছে। যার দরুন এই ডিভিশনে জন শক্তির অপ্ৰতুলতা লেগেই রয়েছে।

বর্তমান অচলাবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনসুকিয়ার ডিআরএম আশিস শর্মা এই প্ৰতিবেদককে বলেন,রেলওয়ে রিক্ৰুটমেন্ট বোর্ড রাষ্ট্ৰীয় ভিত্তিতে প্ৰার্থী বাছাই করে থাকে এবং নিয়োগের ক্ষেত্ৰে এই ডিভিশনের কোনও হাত নেই। তিনি বলেন,নব নি্যুক্তদের কাজে যোগদানের অনুমতি দেওয়া উচিত এবং নর্মস অনু্যায়ী এদের বিভিন্ন বিভাগে কাজে লাগানো যেতে পারে। তিনি আরও বলেন,প্ৰতিবাদকারীরা স্থানীয়ভাবে প্ৰতিবাদের বদলে এই ইস্যুটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তোলা উচিত।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নাগরিকত্ব বিলের বিরুদ্ধে অজাযুছাপের ব্যাপক প্ৰতিবাদ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Agitated Locals in Digboi Staged Protest against Alleged Irregularities in NH 38 Road Project

Next Story