Begin typing your search above and press return to search.

বকেয়া আদায়ের দাবিতে টোকলাই অবসরপ্ৰাপ্ত কর্মী সংস্থার অবস্থান ধর্মঘট

বকেয়া আদায়ের দাবিতে টোকলাই অবসরপ্ৰাপ্ত কর্মী সংস্থার অবস্থান ধর্মঘট

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 Oct 2019 11:59 AM GMT

যোরহাটঃ যোরহাট স্থিত টোকলাই চা গবেষণা প্ৰতিষ্ঠানের অবসরপ্ৰাপ্ত কর্মী সংস্থার সদস্যরা অবসরকালীন সু্যোগ সুবিধা না পাওয়ায় গবেষণা কেন্দ্ৰ চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন। ২০০৬ সাল থেকে অবসরকালীন সু্যোগ সুবিধা,এরিয়ার,গ্ৰ্যাচুয়িটি এবং মেডিক্যাল বিল ইত্যাদি ঝুলিয়ে রাখার প্ৰতিবাদেই প্ৰতিষ্ঠানের অবসরপ্ৰাপ্ত কর্মীরা অবস্থান ধর্মঘটে শামিল হন।

অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে প্ৰতিষ্ঠানের শতাধিক প্ৰাক্তন বিজ্ঞানী এবং কর্মীরা তাদের টিআরএ কার্যালয় কলকাতা থেকে অবিলম্বে যোরহাটে স্থানান্তর করার দাবিতে শ্লোগান দেন। তাঁরা অবসরকালীন বকেয়া পাওনা অবিলম্বে মিটিয়ে দেওয়ারও দাবি জানান।

প্ৰতিবাদকারীরা পরে টোকলাই চা গবেষণা প্ৰতিষ্ঠানের চেয়ারম্যান প্ৰভাত কমল বেজবরুয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বেজবরুয়া অবশ্য ধর্মঘটীদের আশ্বাস দিয়েছেন যে তাঁদের এরিয়ার কালী পুজোর পরেই রিলিজ করা হবে। অবসরপ্ৰাপ্ত ৪-৫ জন কর্মীর এরিয়ার অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য চেয়ারম্যান অ্যাকাউন্টস বিভাগকে নির্দেশ দিয়েছেন। কারণ অবসরপ্ৰাপ্ত এই সব কর্মীরা বর্তমানে চরম আর্থিক সংকটে ভুগছেন। তাই এই মুহূর্ত তাঁদের টাকার প্ৰয়োজন। ২০০৬ সাল থেকে যে সমস্ত মেডিক্যাল বিল ঝুলে আছে সেগুলিও দুই একদিনের মধ্যে চেয়ারম্যানের কার্যালয় থেকে রিলিজ করতে বলা হয়েছে।

টোকলাই অবসরপ্ৰাপ্ত কর্মী সংস্থার সম্পাদক অজিত কুমার শর্মা একথা জানিয়েছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ তিনসুকিয়ায় রেলে নব নিযুক্তদের কাজে যোগদানে বাধা আসুর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch | Mother-Son Duo India’s Tour, visited over 20 Indian states so far!

Next Story