ছট পূজার জন্য প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণের নির্দেশ কামরূপ জেলা প্ৰশাসনের

ছট পূজার জন্য প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণের নির্দেশ কামরূপ জেলা প্ৰশাসনের

গুয়াহাটিঃ আসন্ন ছট পূজা উপলক্ষে শুক্ৰবার কামরূপ(মেট্ৰো)জেলাশাসকের কার্যালয়ে জেলা প্ৰশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন কামরূপ(এম)জেলা উন্নয়ন কমিশনার অতুল কুমার শর্মা। গুয়াহাটি পুলিশের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্ৰধান ও বিভিন্ন ছট পূজা কমিটির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই এই বৈঠক। শহরে শান্তিপূর্ণভাবে ছট পূজা পালন করা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় এদিন। ব্ৰহ্মপুত্ৰের উজানবাজার ঘাট থেকে ভরলুমুখ,চুনশালি ঘাট,পাণ্ডু ঘাট,বশিষ্ঠ ঘাট,লালমাটি ঘাট,ভেটাপাড়া ঘাট,জ্যোতিকুচি ঘাট,নারেঙ্গি ঘাট,পাথরকুয়েরি ঘাট,আজারা ঘাট এবং চন্দ্ৰপুর ঘাটকে ছট পূজার ঘাট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বৈঠকে। আলোচনাকালে জেলা উন্নয়ন কমিশনার অতুল কুমার শর্মা ঘাটগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সুনিশ্চিত করতে সব বিভাগের প্ৰতি আহ্বান জানিয়েছেন। পূজার স্থানগুলোতে স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তার ব্যবস্থা করা ছাড়াও আসা যাওয়ার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি। তাছাড়া পূজার স্থানগুলোতে পানীয় জল ও শৌচাগার ইত্যাদির ব্যবস্থা করার কথাও বলে দিয়েছেন শর্মা।

বিভিন্ন ছট পূজা কমিটি পূজার দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও সদিচ্ছা ব্যক্ত করেছে। কমিটিগুলোকে বলা হয়েছে তারা যেন পূজার আগে পুলিশ প্ৰশাসনের সঙ্গে এব্যাপারে আলোচনা করে। কারণ পুলিশ কর্তৃপক্ষকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে। পূজার সময় স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যাপারে ব্যবস্থা গ্ৰহণ করতেও কমিটিগুলোকে বলে দেওয়া হয়েছে।

জেলা উন্নয়ন কমিশনার ছট পূজার সময় নৌকো চলাচল বন্ধ রাখতে অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগকে নির্দেশ দিয়েছেন। তবে জরুরিকালীন সময়ে জীবন বাঁচাতে পর্যাপ্ত লাইফ বোট মজুত করে রাখতে বিভাগটিকে বলা হয়েছে। এপিডিসিএলকে পূজার ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্ৰহ্মপুত্ৰের পারে বিপজ্জনক স্থানগুলিকে চিহ্নিত করতে বলা হয়েছে এসডিআরএফকে। নদীর উভয় পারে পড়ে থাকা অকেজো নৌকোগুলি সরিয়ে ফেলতে বলা হয়েছে। অগ্নি নির্বাপক বাহিনীকে সব সময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গুয়াহাটি পুর নিগমকে বলা হয়েছে পূজার স্থানে পানীয় জলের ব্যবস্থা করতে।

বিভিন্ন ছট পূজা কমিটিকে বলা হয়েছে তারা যেন পূজার স্থানে কোনও প্লাস্টিক ব্যবহার না করেন। এডিসি বিপুল কুমার দাস,ডিসিপি ট্ৰাফিক প্ৰশান্ত শইকিয়া,ডিসিপি ওআরজি হেমন্ত কুমার দাস এবং অন্যান্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mariani MLA Rupjyoti Kurmi quits Active Politics

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com