ক্যাব নিয়ে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করবে অগপ

ক্যাব নিয়ে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করবে অগপ
Published on

গুয়াহাটিঃ অসম গণ পরিষদ(অগপ)নাগরিকত্ব(সংশোধনী)বিলের(ক্যাব)নতুন রূপ নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় সরকার সংসদের চলতি শীতকালীন অধিবেশনে নতুন রূপে ক্যাব পাস করার তোড়জোড় চালানোর রিপোর্টের পরিপ্ৰেক্ষিতেই অগপ এই প্ৰস্তাব রেখেছে।

অগপ সভাপতি অতুল বরা,যিনি সোনোয়াল সরকারের ক্যাবিনেট মন্ত্ৰী পদে বহাল রয়েছেন। বরা দ্য সেন্টিনেলকে বলেন,চলতি বছরের গোড়ার দিকে সংসদীয় নির্বাচনের আগে কেন্দ্ৰ লোকসভায় ক্যাব পাস করানোর সময় তার দল এর বিরোধিতা করেছিল। কিন্তু সে যাত্ৰায় বিলটি রাজ্যসভায় পাস হয়নি।

‘আমরা যখন শেষবার অমিত শাহর সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি আমাদের বলেছিলেন ক্যাব সারা দেশের ক্ষেত্ৰে প্ৰযোজ্য হবে। আমরা গত লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধেই লড়েছি। বিজেপি কথা দিয়েছিল আমাদের সঙ্গে শলা পরামর্শ করেই ক্যাব আনবে তারা। তাই বিল সম্পর্কে অগপ-র অবস্থান সম্পর্কে অমিত শাহকে বলার এখন সময় এসে গেছে’-বলেন বরা।

তিনি আরও বলেন,অগপ এখন অসম চুক্তির ৬নং দফার সক্ৰিয় রূপায়ণের ওপরই বিশেষভাবে আলোকপাত করছে। দল ইতিমধ্যেই এই ইস্যু নিয়ে শাহর সঙ্গে আলোচনা করেছে।

বরা অভিযোগ করেন,পূর্বতন কংগ্ৰেস সরকার অসম চুক্তির ৬নং শর্ত রূপায়ণ করেনি। ‘অসম চুক্তির গুরুত্বপূর্ণ এই শর্তটি রূপায়ণ না করায় রাজ্যের ভূমিপুত্ৰ মানুষ তাদের অস্তিত্ব ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্ৰে এক হুমকির সম্মুখীন হয়েছেন’-বলেন বরা।

অসপ সভাপতি আশা করছেন,চুক্তির ৬নং দফা নিয়ে গঠিত উচ্চস্তরীয় কমিটি খুব শীঘ্ৰই তাদের রিপোর্ট দাখিল করবে। তিনি অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে আন্তরিকতার সঙ্গে পদক্ষেপ গ্ৰহণ করতে কেন্দ্ৰীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Congress party and Rahul Gandhi must apologize to the country: Assam BJP

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com