Begin typing your search above and press return to search.

নয়াদিল্লিতে ক্যাব-এর প্ৰতীকী কপি পোড়ালো আসু

নয়াদিল্লিতে ক্যাব-এর প্ৰতীকী কপি পোড়ালো আসু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 Dec 2019 8:26 AM GMT

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় সরকার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)সংসদের চলতি শীতকালীন অধিবেশনে পাস করার যে পদক্ষেপ নিয়েছে তার বিরোধিতা করে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)বুধবার দিল্লিতে আসাম হাউসের সামনে বিলের প্ৰতীকী কপি পুড়িয়ে ফেলে। আসু,অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ(এজেওয়াইসিপি)এবং অন্যান্য আরও কয়েকটি সংগঠন ক্যাবের প্ৰতিবাদে দেশের রাজধানী শহরে মানবশৃঙ্খলও রচনা করে এদিন।

ওদিকে বুধবার সকালে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির পৌরোহিত্যে কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভার এক বৈঠকে ক্যাব-২০১৯ বিলটি অনুমোদন করা হয়। মন্ত্ৰিসভায় অনুমোদনের ফলে বিলটি এখন সংসদে উত্থাপনের পথ প্ৰশস্ত হলো।

‘আমরা এই বিল কখনোই মেনে নেবো না। এই বিল অসম চুক্তির মূল বৈশিষ্ট্যের সম্পূর্ণ পরিপন্থী’-বলেন আসুর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। ‘ছাত্ৰ সংগঠনটি এই ইস্যু নিয়ে বৃহস্পতিবার গুয়াহাটিতে তাদের কর্মসমিতির এক জরুরি বৈঠক ডেকেছে। বিলের বিরুদ্ধে পরবর্তী কার্যব্যবস্থা গ্ৰহণ করা নিয়ে কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে’-বলেন আসুর একজন বরিষ্ঠ নেতা।

উল্লেখ্য,গত মঙ্গলবার রাতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ বিলের পক্ষে ছাত্ৰ সংগঠনের সমর্থন আদায়ের লক্ষ্যে আসু নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

‘আমরা স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে খোলাখুলি জানিয়ে দিয়েছি যে অসম কোনও মূল্যেই ক্যাব মেনে নেবে না। ৭০-এর দশকে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের বহু মানুষকে হারিয়েছি। তাই ওই বিল আমরা কিভাবে মেনে নেবো,যা অবৈধ হিন্দু বাংলাদেশিদের সাংবিধানিক সুরক্ষা দিচ্ছে?-উল্লেখ করেন সমুজ্জ্বল ভট্টাচার্য।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)২০১৯ কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভায় অনুমোদিত

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU stand against CAB, threatens to launch oust-govt movement in Assam

Next Story
সংবাদ শিরোনাম