সিএএ-র বিরুদ্ধে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা আসুর

সিএএ-র বিরুদ্ধে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা আসুর
Published on

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)সংশোধিত নাগরিকত্ব আইনের(ক্যা)বিরুদ্ধে বুধবার নতুন করে একগুচ্ছ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত নতুন কর্মসূচি অনু্যায়ী,শিল্পী সমাজ ‘ক্যা’-র বিরুদ্ধে বৃহস্পতিবার গুয়াহাটির চান্দমারি স্থিত আসাম ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের খেলার মাঠে অবস্থান ধর্মঘট পালন করবে। আগামি ২১ ডিসেম্বর এই আইনের বিরুদ্ধে মহিলা সংগঠনগুলিকে নিয়ে আসুর ইউনিট সারা রাজ্যে অনুরূপ অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। এদিন গুয়াহাটির লতাশিল খেলার মাঠে পালন করা হবে এই কর্মসূচি। আগামি ২৩ ডিসেম্বর বরিষ্ঠ নাগরিকদের নিয়ে পালন করা হবে অনুরূপ আন্দোলন কর্মসূচি। এরপর আগামি ২৪,২৬ ও ২৮ ডিসেম্বর রাজ্যজুড়ে আয়োজন করা হবে প্ৰতিবাদ সমাবেশের।

বাকি দিনগুলিতে আসু স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। এগুলোর মধ্যে রয়েছে পদযাত্ৰা(মিছিল),প্ৰতিবাদ সমাবেশ এবং সাধারণ মানুষের সঙ্গে বৈঠক ইত্যাদি। এই আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করে আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন,আসু এখন পড়াশুনো চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্যার আন্দোলনও অব্যাহত রাখবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU Rally Against CAA 2019 in Kokrajhar

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com