ক্যাব ও নতুন করে এনআরসি নবায়ন আটকাতে এপিসিসি-র প্ৰস্তাব

ক্যাব ও নতুন করে এনআরসি নবায়ন আটকাতে এপিসিসি-র প্ৰস্তাব

গুয়াহাটিঃ অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি(এপিসিসি)নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)মেনে না নেওয়ার প্ৰস্তাব গ্ৰহণ করেছে রবিবার। একই সঙ্গে নতুন ভিত্তি বছর ধরে ফের রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের বিরোধিতা করেও প্ৰস্তাব নিয়েছে প্ৰদেশ কংগ্ৰেস কমিটি। অবিভক্ত ভারতের যে সমস্ত মানুষ ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এদেশে আশ্ৰয় নিয়েছে মানবতার খতিয়ে তাদের আশ্ৰয় ও নিরাপত্তা দানের বিষয়ে একটা নীতি প্ৰস্তুত করতে প্ৰদেশ কংগ্ৰেস কেন্দ্ৰীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে।

রবিবার এখানে রাজীব ভবনে অসম প্ৰদেশ কংগ্ৰেসের কর্মসমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়,দল সভাপতি রিপুন বরার পৌরোহিত্যে। দল বলেছে,কেন্দ্ৰীয় সরকার এর আগেও সংসদে ক্যাব এনেছিল। কিন্তু সেবার সংসদের ভিতরে ও বাইরে কংগ্ৰেসের জোরালো প্ৰতিবাদ ও রাজ্যের মানুষের বিরোধিতার জন্য তারা ওই বিলটি রাজ্যসভায় উত্থাপন করতে পারেনি।

‘ক্যাবের বিরুদ্ধে প্ৰতিবাদে অসমের পরিবেশ আবার ধূমায়িত হচ্ছে। ক্যাবের বিরুদ্ধে কংগ্ৰেস তার অবস্থানে অটল রয়েছে। প্ৰদেশ কংগ্ৰেস কমিটি আরও বলেছে,রাজ্যের মানুষ অসম চুক্তি মেনে নিয়েছিলেন। সেই হেতু রাজ্য থেকে বিদেশি চিহ্নিতকরণ ও বহিষ্কার অসম চুক্তিতে বেঁধে দেওয়া সময়সীমা ১৯৭১-এর ২৪ মার্চের ভিত্তিতে হওয়া উচিত। এই কাট অফ ডেটের পর যে সমস্ত বিদেশি অসমে ঢুকেছে তাদের বোঝা অসম আর বইবে না-বলেছে রাজ্য কংগ্ৰেস। এই তারিখকে ভিত্তি বছর ধরেই রাজ্যে এনআরসি নবায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। প্ৰদেশ কংগ্ৰেস কমিটি এদিন একটি প্ৰস্তাব গ্ৰহণ করে বলেছে,‘আমরা এই বিলের বিরোধিতা করে যাবো। কারণ এই বিল অসম চুক্তিকে পুরোপুরি লঙ্ঘন করবে। তাছাড়া বিলটি পাস হলে অসমের সামাজিক,সাংস্কৃতিক ও ভাষিক অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

এপিসিসি ১৯৭১ সালের আগে অসমে আসা ভাষিক সংখ্যালঘুদের রিফিউজি সার্টিফিকেট,মাইগ্ৰেশন সার্টিফিকেট এবং সিটিজেনশিপ সার্টিফিকেটের ভেরিফিকেশন রিপোর্ট ইস্যু করতে কেন্দ্ৰ ও রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে।

দল অভি্যোগ করেছে,সুপ্ৰিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যে এনআরসি নবায়নকালে এনআরসি আবেদনকারীদের এধরনের নথিগুলো অগ্ৰাহ্য করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকেও এধরনের সার্টিফিকেটগুলি ভেরিফিকেশনের কোনও রিপোর্ট ওই সময় ইস্যু করা হয়নি। নতুন করে এনআরসি নবায়নে ১৯৫১ সালেকে ভিত্তি বছর ধরার ব্যাপারে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ যে বিবৃতি দিয়েছেন তার জন্য প্ৰদেশ কংগ্ৰেস তাঁর সমালোচনা করেছে।

‘চূড়ান্ত এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য অযোগ্য ঘোষিত ব্যাপক সংখ্যক মানুষই ভারতীয় নাগরিক-বলেছে দল। আমরা চাই ফরেনার্স ট্ৰাইবুনালের মামলাগুলো এবং সন্দেহজনক ভোটারদের(ডি ভোটার)মামলার দ্ৰুত নিষ্পত্তি-উল্লেখ করেছে প্ৰদেশ কংগ্ৰেস।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: ‘Polarization in society over CAB getting prominent day by day’: Satra Mukti Sangram Samittee

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com