মন্দিরের সামগ্ৰী উদ্ধারঃ পুলিশ ও এসডিআরএফ কর্মীদের পুরস্কৃত করলেন ভারপ্ৰাপ্ত ডিজিপি

মন্দিরের সামগ্ৰী উদ্ধারঃ পুলিশ ও এসডিআরএফ কর্মীদের পুরস্কৃত করলেন ভারপ্ৰাপ্ত ডিজিপি

গুয়াহাটিঃ গুয়াহাটির উজানবাজার-উমানন্দ পারঘাটে ব্ৰহ্মপুত্ৰের কাছ থেকে উদ্ধার হওয়া মন্দিরের সামগ্ৰীর সংখ্যা বেড়ে ৪৫টিতে দাঁড়িয়েছে রবিবার। উদ্ধার হওয়া সামগ্ৰীগুলির মধ্যে বেশকটি মূর্তিও রয়েছে। পুলিশ সূত্ৰের মতে,বেলতলার নীরেন্দ্ৰ কুমার শিল একটি মূর্তির দাবি করা ছাড়া আর কেউ মূর্তি হারানোর দাবি নিয়ে এগিয়ে আসেননি। নবনি্যুক্ত ভারপ্ৰাপ্ত ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত রবিবার সকালে লতাশিল থানা পরিদর্শনকালে মন্দিরের সামগ্ৰী লোপাট হওয়ার ঘটনায় পুলিশের দ্ৰুত ইতিবাচক পদক্ষেপ গ্ৰহণের প্ৰশংসা করেছেন।

মন্দিরের সামগ্ৰীগুলো উদ্ধারে সাফল্যের স্বীকৃতি হিসেবে ভারপ্ৰাপ্ত ডিজিপি মহন্ত ১৫ জন পুলিশ ও এসডিআরএফ কর্মীকে পুরস্কৃত করেন এদিন। পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে। যাঁরা এই পুরস্কার পেয়েছেন তাদের তালিকায় রয়েছেন ইন্সপেক্টর উপেন কলিতা(১০,০০০ টাকা),ডব্লিউএসআই(পি)সুচিত্ৰ বিশ্বাস(৭,০০০ টাকা),এসআই(পি)মানসিং টেরন(৭,০০০ টাকা),ইউবিসি গৌতম দাস(৫,০০০ টাকা),ইউবিসি দীপক লহকর(৫,০০০টাকা),এইচজি চান্দ মহম্মদ আলি(৩,০০০ টাকা),এসসি নবজ্যোতি বরা(৭,০০০ টাকা),সাব-অফিসার চন্দ্ৰ কুমার মণ্ডল(৭,০০০ টআকা),ইআর ২৭ দিলীপ উরাং(৫,০০০),ইআর ২২৫ জয় কিষেন তাঁতি(৫,০০০ টাকা),ইআর ১১৩ দীপাঙ্কর বরা(৫,০০০ টাকা),ইআর ১২৫ বিশ্বজিৎ শইকিয়া(৫,০০০ টাকা),ইআর ২০৩ প্ৰাণজিৎ তালুকদার(৫,০০০ টাকা),এফএফ ১০১৭ সুকুমার শালৈ(৫,০০০ টাকা)এবং এফএম ৬৮১ কঙ্কন কলিতা(৫,০০০ টাকা)।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: DGP Kuladhar Saikia officially handed over charge to Bhaskar Jyoti Mahanta in Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com