গুয়াহাটিঃ ক্যাবের বিরুদ্ধে প্ৰতিবাদ ভয়ংকর রুপ নিয়েছে ডিব্ৰুগড়ে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্ৰশাসনের সাহায্যে সেনাবাহিনীকে ডেকে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্যাব রাজ্যসভায় পেশ করায় প্ৰতিবাদ তুঙ্গে উঠে এখানে।ডিব্ৰুগড়ের লাহোয়ালে জেলা প্ৰশাসনের সাহায্যে সেনা ডেকে পাঠানো হয়। সেনা এশহরে ফ্ল্যাগ মার্চ করবে
বলে প্ৰ্তিরক্ষা বিভাগের একজন মুখপাত্ৰ জানান।
Also Read: ক্যাবের প্ৰতিবাদঃ গৌহাটি বিশ্ববিদ্যালয় স্থগিত রাখলো বুধবারের পরীক্ষা
Also Watch: AASU hangs effigies of State Ministers in Kokrajhar against CAB