টোকিও অলিম্পিকের ছাড়পত্ৰ পেলেন অসম তনয়া লাভলিনা

টোকিও অলিম্পিকের ছাড়পত্ৰ  পেলেন অসম তনয়া লাভলিনা
Published on

গুয়াহাটিঃ টোকিও অলিম্পিকের ছাড়পত্ৰ পেয়ে গেলেন অসম তনয়া লাভলিনা বরগোহাই। অসম তথা সারা দেশবাসীকে গৌরবান্বিত করে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন তিনি। জর্ডনের আম্মানে অনুষ্ঠিত এশিয়ান/ওসেনিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সে জয় ছিনিয়ে নিয়ে টোকিও অলিম্পিকের ছাড়পত্ৰ পেয়ে যান লাভলিনা। রবিবার আম্মানে অনুষ্ঠিত এই প্ৰতিযোগিতায় লাভলিনা তাঁর স্বভাবসুলভ লড়াই প্ৰদর্শন করে উজবেকিস্তানের প্ৰতিদ্বন্দ্বী মাফটুয়াকন মেলেইয়েভাকে পরাস্ত করেন। ৬৪-৬৯ কিলোগ্ৰাম শাখায় অসমের এই বক্সার উজবেকি ক্ৰীড়া ব্যক্তিত্বকে পরাভূত করেন। প্ৰত্যাশানু্যায়ী এই কোয়ালিফাই পর্বে লাভলিনা রিঙে উন্নত মানের ক্ৰীড়া প্ৰদর্শন করতে সক্ষম হন। এদিন উজবেক প্ৰতিদ্বন্দ্বী মেলেইয়েভা কোনও চ্যালেঞ্জেই ছুঁড়ে দিতে পারেননি লাভলিনার সামনে। নিজের উচ্চতার সু্যোগকে কাজে লাগিয়ে লাভলিনা তাঁর প্ৰতিদ্বন্ধীকে বিপাকে ফেলে দেন। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডের লড়াই সম্পূর্ণভাবে একতরফা হয়ে পড়ে। এই রাউন্ডে ভারতীয় ক্ৰীড়াবিদ ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। মেলেইয়েভার নক-আউটের প্ৰয়োজন হয়েছিল যদিও তাঁর সমস্ত প্ৰয়াস ভেস্তে দেন ভারতের এই তরুণী বক্সার। স্বাভাবিকভাবেই লাভলিনার এই কৃতিত্ব অসম তথা গোটা ভারতকে গৌরবান্বিত করেছে। উল্লেখ্য যে সাম্প্ৰতিক কালে একাধিক আন্তর্জাতিক স্তরের প্ৰতিযোগিতায় লাভলিনা ধারাবাহিকভাবে উন্নত ফল প্ৰদর্শন করে এসেছেন।

উল্লেখ্য,লাভলিনার আগে অসমের বক্সার শিব থাপা অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছিলেন। তার অনেক বছর আগে অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছিলেন অসমের বেডমিন্টন খেলোয়াড় দীপাংকর ভট্টাচার্য। সেই অনু্যায়ী লাভলিনা হচ্ছেন অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনকারী অসমের তৃতীয় ক্ৰীড়া প্ৰতিভা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Doul Govinda Temple agog as Holi begins

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com